ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

৩০ জানুয়ারি সংসদ নাকি মাঠ কোথায় থাকবেন মাশরাফি?

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৫, ২৩ জানুয়ারি ২০২৪  
৩০ জানুয়ারি সংসদ নাকি মাঠ কোথায় থাকবেন মাশরাফি?

৩০ জানুয়ারি কোথায় থাকবেন মাশরাফি বিন মুর্তজা?

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে ৩০ জানুয়ারি। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ওই দিন বেলা তিনটায় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হবে। নড়াইল-২ আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়া মাশরাফি এবারের বিপিএল খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। সেদিন বিপিএলের ম্যাচও রয়েছে মাশরাফির। তাই প্রশ্ন উঠছে, সেদিন খেলার মাঠ নাকি সংসদ ভবনে কোথায় থাকবেন মাশরাফি।

মঙ্গলবার সিলেটের হয়ে দ্বিতীয় ম্যাচ খেলেছেন মাশরাফি। তার নেতৃত্বে এ ম্যাচেও জয়ের মুখ দেখেনি সিলেট। দল হারায় কিছুটা মন খারাপ তার। তবে ৩০ জানুয়ারি প্রসঙ্গ উঠতেই তার মুখে হাসি ফুটল। সেদিন কোথায় থাকবেন এমন প্রশ্ন করা হয়েছিল সংবাদ সম্মেলনে। উত্তরে সিলেটের অধিনায়ক বলেছেন, ‘দেখি কি করা যায়। চিন্তা করছি।’

আরো পড়ুন:

এদিকে মাশরাফি বড় দায়িত্বও পেয়েছেন। সংসদের হুইপ নির্বাচিত হয়েছেন। যা প্রতিমন্ত্রী মর্যাদা সম্পন্ন। ফলে সংসদের প্রথম অধিবেশনে তার উপস্থিতিতি অনেকটা বাধ্যতামূলক।

৩০ জানুয়ারি সিলেট স্ট্রাইকার্স নিজেদের পঞ্চম ম্যাচ খেলবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল।

খেলার মাঠ নাকি সংসদ ভবন, মাশরাফি কোনটাকে বেছে নেয় সেটাই দেখার।

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়