ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারকে ভিসা দিলো না ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ২৪ জানুয়ারি ২০২৪   আপডেট: ১২:১৮, ২৪ জানুয়ারি ২০২৪
পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারকে ভিসা দিলো না ভারত

ভারতের ভিসা না পেয়ে দলের সঙ্গে যোগ দেওয়া হলো না ইংল্যান্ডের ক্রিকেটার শোয়েব বশিরের। ভিসার জন্য আরব আমিরাতে অপেক্ষার পর দেশেই ফিরে যেতে হলো ২০ বছর বয়সী এই ইংলিশ স্পিনারকে। রোববার ইংল্যান্ড দল ভারত পৌঁছালেও বশির থেকে যান আমিরাতে।

মূলত পাকিস্তানি বংশোদ্ভূত হওয়াতেই এই জটিলতায় পড়েন বশির। তার জন্ম ইংল্যান্ডের সারে-তে হলেও তার পরিবারের আদি নিবাস পাকিস্তানে। দেশটির গণমাধ্যম ডেইলি মেইলের খবর, এ জন্যেই ভিসা সংক্রান্ত জটিলতার মুখে পড়তে হয়েছে বশিরকে।

এ বিষয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও সুফল মেলেনি। এ নিয়ে বেশ বিরক্তি প্রকাশ করেছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।

আরো পড়ুন:

স্টোকস বলেন,,‘অধিনায়ক হিসেবে এটা হতাশার। ইংল্যান্ড দলে প্রথম সুযোগ পেয়ে এমন অভিজ্ঞতা কারও ক্ষেত্রেই কাম্য নয়। তার জন্য খুব খারাপ লাগছে। এখানে থাকতে না পারার কারণে তাকে বাদ দিতে হচ্ছে।’

ইংল্যান্ড দলে বশিরের ডাক পাওয়াটা ছিলো চমকের মতো। সমারসেটের এ অফস্পিনারের প্রথম শ্রেণিতে উইকেট সংখ্যা মাত্র ১০টি। তারপরও ইংল্যান্ড লায়ন্সের হয়ে তার দারুণ নৈপুণ্য ও বল ঘোরানোর মারাত্মক ক্ষমতা খুলে দিয়েছে জাতীয় দলের দরজা। আরব আমিরাতে ১০ দিনের অনুশীলন ক্যাম্পেও বেশ ভালো বোলিং করেন বশির।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়