ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

ছয় গোলের থ্রিলারে বার্সেলোনাকে হারালো বিলবাও

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৭, ২৫ জানুয়ারি ২০২৪   আপডেট: ০৯:৩২, ২৫ জানুয়ারি ২০২৪
ছয় গোলের থ্রিলারে বার্সেলোনাকে হারালো বিলবাও

দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। লিগে হার-ড্রয়ের বৃত্তে বন্দি থাকা দলটি এবার ছিটকে গেল কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনাল থেকে। স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতায় তাদেরকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে অ্যাথলেটিক বিলবাও।

বুধবার (২৪ জানুয়ারি) রাতে বিলবাওয়ের মাঠ সান মামেসে গোর্কা স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন রবার্ট লেভানডোভস্কি। এরপর লামিনে ইয়ামালের গোলের পর সমতা ফেরান ওইহান সানসেট। অতিরিক্ত ও যোগ করা সময়ে ইনাকি-নিকো উইলিয়ামস দুই ভাইয়ের দুই গোলে জিতে মাঠ ছাড়ে বিলবাও।

ম্যাচে প্রথম মিনিটেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। তাদের একজন বলের নিয়ন্ত্রণ হারালে বল পেয়ে বাম দিক দিয়ে আক্রমণ শাণায় বিলবাও। বক্সে আলগা বল ক্লিয়ার করার সুযোগ পেলেও পারেননি সফরকারীদের ডিফেন্ডাররা। ডান পায়ের হাফ ভলিতে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ ফরোয়ার্ড গোর্কা।

গোল খেয়ে বার্সেলোনা ঘুরে দাঁড়াতে চেষ্টা করে। তাতে ফলও পায় দলটি। বক্সে বিলবাওয়ের এক ডিফেন্ডারের ক্লিয়ারের চেষ্টায় বল লেভানডোভস্কির বাড়িয়ে দেওয়া পায়ে লেগে জালে জড়ায়।

এরপরেই দুর্দান্ত এক গোলে বার্সাকে এগিয়ে নেন ইয়ামাল। জুলেস কুন্দের হেড পাস ধরে ইয়ামাল ডান দিক দিয়ে বক্সের লাইন ধরে আড়াআড়ি এগিয়ে যান, এরপর বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে প্রতিপক্ষের তিন খেলোয়াড়ের মাঝ দিয়ে খুঁজে নেন ঠিকানা। 

প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে বিরতিতে যাওয়া বার্সেলোনা গোল হজম করে দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে।  নিকো উইলিয়ামসের ক্রসে দূরের পোস্টে অরক্ষিত সানসেট হেডে সমতায় ফেরান বিলবাওকে। এরপর দুই দল একের পর এক সুযোগ মিস করে যেতে থাকে। তাতে ২-২ গোলের সমতায় শেষ হয় নির্ধারিত সময়।

ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তাতে একদম শেষ মুহূর্তে বিলবাওকে এগিয়ে নেন ইনাকি। সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে তার প্রথম শটে ব্যর্থ হলেও ফিরতি শটে জাল খুঁজে নেন ২৯ বছর বয়সী ফরোয়ার্ড। আর যোগ করা সময়ে বিলবাওয়ের জয় নিশ্চিত করেন নিকো উইলিয়ামস।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়