ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

হেরেও দলের পারফর্ম্যান্সে গর্বিত জাভি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ২৫ জানুয়ারি ২০২৪   আপডেট: ১২:১৪, ২৫ জানুয়ারি ২০২৪
হেরেও দলের পারফর্ম্যান্সে গর্বিত জাভি

স্পেনের দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা দেল রে থেকে ছিটকে গেছে বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে এগিয়ে গিয়েও ৪-২ গোলে হারতে হয়েছে বার্সাকে। তবে দলের এমন হারে মোটেই বিচলিত নন বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ। উল্টো দলের পারফর্ম্যান্স নিয়ে গর্বিত তিনি। বার্সেলোনার ভবিষ্যৎ উজ্জ্বল বলেও মনে করেন ক্লাবের এই কিংবদন্তি।

ম্যাচের পর জাভি বলেন, ‘সব বড় ক্লাবেই কোচদের তাকিয়ে থাকতে হয় ট্রফির দিকে। তবে দুর্দান্ত একটি দলের বিপক্ষে আমরা আজকে যেভাবে লড়াই করেছি, বিশেষ করে তরুণরা, তাতে আমি গর্বিত। আমার মনে হয়, বড় কিছুর পথে সূচনা চলছে এখন। বার্সার ভবিষ্যৎ দারুণ উজ্জ্বল।’

তরুণদের নিয়েই বার্সেলোনা এগিয়ে যাবে বলেই জাভির বিশ্বাস। বেশ কয়েকজন তরুণ ফুটবলারের নাম আলাদা করেই বললেন তিনি, ‘ক্লাবের পরিকল্পনা দারুণ। সেটা আমি কোচ বলেই নয়। দারুণ এক প্রজন্মের ফুটবলার উঠে আসছে। কুবারসি, পোর্ট, লামিন, গিইউ এবং আরও অনেক ফুটবলার... ফার্মিন লোপেস।’

আরো পড়ুন:

ম্যাচে বার্সেলোনাকে জয়ের আশা দেখানো গোলটা করেছিলেন ইয়ামাল। আবার নির্ধারিত সময়ের শেষ দিকে একটি সুযোগ হাতছাড়াও করেছেন তিনি। তবেএ জন্য তাকে কাঠগড়ায় তুলতে চান না বার্সেলোনা কোচ, ‘বাচ্চা ছেলেটাকে দোষ দেওয়ার কিছু নেই। স্রেফ ১৬ বছর বয়সী বাচ্চা, যে অসাধারণ খেলছে। সুযোগ তৈরিও করেছে তো সে নিজেই।’

ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও সমতা টেনেছিল বার্সেলোনা। এরপর ইয়ামালের গোলে লিডও নিয়েছিল জাভির দল। তবে দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় অ্যাথলেটিক বিলবাও।  এরপর অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে বার্সেলোনার বিদায়ের কাজটা করেন ইনাকি ও নিকো উইলিয়ামস ভ্রাতৃদ্বয়।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়