ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

মাশরাফিকে ছাড়াই সিলেটে ‘সিলেট স্ট্রাইকার্সে’র  অনুশীলন শুরু

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ২৫ জানুয়ারি ২০২৪  
মাশরাফিকে ছাড়াই সিলেটে ‘সিলেট স্ট্রাইকার্সে’র  অনুশীলন শুরু

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব শুরু হবে আগামীকাল ২৬ জানুয়ারি থেকে। ইতঃমধ্যে ফ্র‍্যাঞ্চাইজিগুলো সিলেটে এসে নিজেদের প্রস্তুত করছে। তবে সিলেটের ফ্র‍্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্স অনুশীলন শুরু করলেও নেই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর মাঠে মাশরাফিকে ছাড়া অনুশীলন শুরু করে সিলেট স্ট্রাইকার্স। ফ্র‍্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে, রাতে মাশরাফি আসবেন সিলেটে।

এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে একমাত্র দল হিসেবে কোনো ম্যাচই জেতেনি সিলেট। অবস্থান করছে পয়েন্ট টেবিলের তলানিতে। অধিনায়ক মাশরাফিও সামনে থেকে নেতৃত্ব দিতে পারছেন না। ইনজুরির কারণে তার বোলিং সার্ভিস পাচ্ছে না ফ্র‍্যাঞ্চাইজিটি।

আরো পড়ুন:

এমন অবস্থায় নিজের খেলাকে আদর্শ মনে করছেন না মাশরাফি। জানিয়েছেন ফ্র‍্যাঞ্চাইজির চাওয়ায় তিনি খেলছেন। আগামীকাল সন্ধ্যা ৭টায় কুমিল্লা ভিক্টোরয়ান্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। এবার দেখা যাক সিলেট পর্বে জয়ের দেখা পায় কী না ফ্র‍্যাঞ্চাইজিটি।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়