দিবারাত্রির টেস্টের প্রথম দিনে উইন্ডিজের দুই রূপ
ব্রিসবেনে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দিবারাত্রির টেস্ট। এই টেস্টের প্রথমদিনে ওয়েস্ট ইন্ডিজের দুই রূপ দেখলো ক্রিকেট বিশ্ব। টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ৬৪ রানেই তারা হারিয়ে বসে ৫ উইকেট। সেখান থেকে কাভেম হজ ও জশুয়া দ্যা সিলভার ব্যাটে ভর করে ৮ উইকেট হারিয়ে ২৬৬ রান তুলে প্রথমদিন শেষ করে।
ষষ্ঠ উইকেটে তারা দুজন দলীয় সংগ্রহে যোগ করেন ১৪৯ রান। তাতে উইন্ডিজের দলীয় সংগ্রহ ৬৫ থেকে ২১৩ পর্যন্ত যায়। এই রানে জশুয়া ফিরলে ভাঙে দারুণ প্রতিরোধ গড়া জুটিটি। ৭ চারে মহামূল্যবান ৭৯ রান আসে জশুয়ার ব্যাট থেকে। ২২৫ রানের মাথায় ফেরেন হজও। তিনি ৮টি চার ও ১ ছক্কায় করেন ৭১ রান।
সেখান থেকে আলজারি যোসেফ ও কেভিন সিনক্লেয়ার দলীয় সংগ্রহকে ২৬৬ পর্যন্ত নিয়ে যান। ৮৯.৪ ওভারের মাথায় দলীয় এই রানে যোসেফ ব্যক্তিগত ৩২ এর আউট হলে দিন শেষ হয়।
দিনের প্রথম ও শেষ উইকেট দুটো নেন জশ হ্যাজলউড। মাঝে স্টার্ক তোলেন গতির ঝড়। তিনি চার-চারটি উইকেট নেন। একটি করে উইকেট নেন প্যাট কামিন্স ও নাথান লায়ন।
নতুন সঙ্গী নিয়ে আগামীকাল শুক্রবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন সিনক্লেয়ার। যিনি ২ চারে ১৬ রানে অপরাজিত আছেন।
ঢাকা/আমিনুল