ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

সানেকে ধাক্কা মেরে নিষিদ্ধ ইউনিয়ন বার্লিন কোচ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ২৬ জানুয়ারি ২০২৪   আপডেট: ১০:৫৩, ২৬ জানুয়ারি ২০২৪
সানেকে ধাক্কা মেরে নিষিদ্ধ ইউনিয়ন বার্লিন কোচ

বুন্দেসলিগার ম্যাচে বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড লেরয় সানেকে ধাক্কা মেরেছিলেন ইউনিয়ন বার্লিনের কোচ নেনাদ বিয়ালেসা। তখনই ধারণা করা হয়েছিল, শাস্তি পেতে যাচ্ছেন এই কোচ। অবশেষে সেটাই হলো। তিন ম্যাচের জন্য তাকে নিষিদ্ধ করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। 

ঘটনাটি ঘটে বুধবার। সেদিন বায়ার্নের মাঠে ইউনিয়ন বার্লিনের ১-০ গোলে হারের ম্যাচের ৭৪তম মিনিটে। টাচলাইনে বিয়ালেসার হাত থেকে বল নিতে যান সানে। তখন ২৮ বছর বয়সী এই জার্মান ফুটবলারের মুখে দুবার হাত দিয়ে আঘাত করেন সফরকারী দলের কোচ।

এই ঘটনার পর দুজনের মধ্যে হাতাহাতি লেগে যায়। ঘটনা সামলাতে দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা আলাদা করেন দুজনকে। বিয়ালেসাকে লাল কার্ড দেখেন রেফারি। সানেকে দেন হলুদ কার্ড। তবে সেখানেই শেষ হয়নি ঘটনার রেশ। গড়িয়েছে জার্মান ফুটবলের সর্বোচ্চ সংস্থা পর্যন্ত।

আরো পড়ুন:

তারই জের ধরে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে ওই ঘটনায় নিষেধাজ্ঞার পাশাপাশি বিয়ালেসাকে ২৫ হাজার ইউরো জরিমানা করার কথা জানায়। লিগের ম্যাচে তিন ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন ৫২ বছর বয়সী এই কোচ।

গত মৌসুমে চারে থেকে লিগ শেষ করা ইউনিয়ন বার্লিন এবার ১৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে। ১৮ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে বায়ার্ন মিউনিখ দুইয়ে, ৪৮ পয়েন্ট নিয়ে বায়ার লেভারকুজেন শীর্ষে আছে।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়