ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

আজ জিতলেই সুপার সিক্সে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ২৬ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৫:৩৩, ২৬ জানুয়ারি ২০২৪
আজ জিতলেই সুপার সিক্সে বাংলাদেশ

যুব বিশ্বকাপে আজ বাংলাদেশের সামনে দারুণ এক সুযোগ। আজ জিতলেই সুপার সিক্সে পৌছে যাবে মাহফুজুর রহমান রাব্বির দল। এই ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের যুবারা। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে।

আসরে নিজেদের প্রথম ম্যাচে বেশ বড় ধাক্কাই খেয়েছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারে তারা। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় রাব্বি-রিজওয়ানরা। আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দাপুটে জয়ে বাঁচিয়ে রাখে সুপার সিক্সের আশা।

আজ ‘এ’ গ্রুপ থেকে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরো উন্নতির অপেক্ষায় অধিনায়ক রাব্বি, ‘আগের ম্যাচগুলোতে আমাদের যেমন ছোট ছোট জুটি হয়েছে, এগুলোকে যদি বড় জুটিতে পরিণত করা যায়, আমাদের জন্য ভালো হবে। আমাদের ব্যাটাররা ২০-৩০ রান করে সহজে আউট হয়ে যাচ্ছে। ওই রানটাকে যদি ৭০-৮০ করা যায়, তাহলে আমাদের দলীয় স্কোর আরো বড় হবে।’

আরো পড়ুন:

আজ জিতলেই সুপার সিক্স নিশ্চিত বাংলাদেশের। তবে হারলেও সুযোগ থাকবে। তখন নানা হিসেবনিকাশের সঙ্গে সমীকরণ সামনে আসবে। তবে জিততে চান জানিয়ে রাব্বি বলেন, ‘যুক্তরাষ্ট্র ভালো ক্রিকেট খেলছে। আমরা ওদের ছোট করে দেখছি না। আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই।’

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়