ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

সাকিবকে নিয়ে ফিল্ডিংয়ে রংপুর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ২৬ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৩:৫৯, ২৬ জানুয়ারি ২০২৪
সাকিবকে নিয়ে ফিল্ডিংয়ে রংপুর

আজ শুরু হয়েছে বিপিএলের সিলেট পর্ব। প্রথম দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স। এই ম্যাচে আবারও দলে ফিরেছেন রংপুরের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।

এখন পর্যন্ত দুই দলই ঢাকা পর্বে দুটি করে ম্যাচ খেলেছে। তাতে দুই ম্যাচই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে এনামুল হক বিজয়ের খুলনা। অন্যদিকে দুই ম্যাচের একটিতে হার ও একটিতে জয় নিয়ে টেবিলের তিনে আছে রংপুর।

রংপুর রাইডার্স একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাকিব আল হাসান, রনি তালুকদার, বাবর আজম, ব্রেন্ডন কিং, শামীম হোসেন, মোহাম্মদ নবি, মেহেদী হাসান, আজমত ওমরজাই, হাসান মাহমুদ ও রিপন মণ্ডল।

আরো পড়ুন:

খুলনা টাইগার্স: এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসেন, দাসুন শানাকা, হাবিবুর রহমান সোহান, মাহমুদুল হাসান জয়, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাহিদুল ইসলাম, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম ও নাসুম আহমেদ।

 

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়