শানাকা-নাওয়াজ ঝড়ে খুলনার বড় সংগ্রহ
বিপিএলের সিলেট পর্বে রান উৎসব হবে সেটা আগেই ধারণা পাওয়া গিয়েছিল। হলোও তাই। দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে খুলনা টাইগার্স। দাসুন শানাকা ও মোহাম্মদ নাওয়াজের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রানের সংগ্রহ পেয়েছে তারা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তুলেন এভিন লুইস। তবে আরেক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় ৬৪ রানেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে খুলনা টাইগার্স। মেহেদীর বলে স্লগ সুইপ করতে গিয়ে মিড উইকেটে রনি তালুকদারের হাতে ধরা পড়েছেন ৭ বলে রানের খাতা খুলতে না পারা বিজয়।
খুলনার অধিনায়ক ফিরলেও দ্রুত রান তুলতে থাকেন লুইস। তাকে অবশ্য সঙ্গ দিতে পারেননি মাহমুদুল হাসান জয়। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে মেহেদীর বলে উড়িয়ে মারতে গিয়ে লং অনে ব্রেন্ডন কিংয়ের হাতে ধরা পড়েন। চারে নেমে সুবিধা করতে পারেননি আফিফ হোসেনও। এরপর লুইসকে (৩৭) ফেরান হাসান মাহমুদ।
বাকি পথটা পাড়ি দেন শানাকা ও নওয়াজ। তারা দুজনে মিলে যোগ করেন ৭৭ রান। ৪০ রান করা শানাকাকে ফিরিয়ে জুটি ভাঙেন হাসান। ডানহাতি এই পেসারের ফুলটস ডেলিভারিতে বোল্ড হয়েছেন শ্রীলঙ্কার এই ব্যাটার। এদিকে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন নাওয়াজ। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান তুলেছে খুলনা।
রংপুরের হয়ে হাসান তিনটি এবং মেহেদী নিয়েছেন দুটি উইকেট।
ঢাকা/বিজয়