ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

ফিক্সিং নিয়ে শোয়েব মালিক বললেন, ‘গুজব ছড়ানো হচ্ছে’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৫, ২৬ জানুয়ারি ২০২৪   আপডেট: ২২:৪৭, ২৬ জানুয়ারি ২০২৪
ফিক্সিং নিয়ে শোয়েব মালিক বললেন, ‘গুজব ছড়ানো হচ্ছে’

শোয়েব মালিক এক ম্যাচে পর পর তিনটি নো বল করার পর গুঞ্জন ওঠে ম্যাচ পাতানোর। অবশ্য এরপর তিনি ঢাকা ছাড়েন। তাতে সন্দেও আরও দানা বাঁধে। তবে আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে নিজেকে নির্দোষ দাবি করে বিষয়টি অস্বীকার করেন তিনি। অবশ্য তার পক্ষ নিয়েছে ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালও। তারা পাকিস্তানের এই অলাউন্ডারের প্রথম তিন ম্যাচের পারফরম্যান্সের প্রশংসা করেন।

ফিক্সিংয়ের বিষয়টি অস্বীকার করে মালিক লিখেন, ‘ফরচুন বরিশালের ক্রিকেটার হিসেবে আমাকে নিয়ে সম্প্রতি যে গুজব ছড়িয়েছে তা আমি অস্বীকার করছি। দুবাইতে আগে থেকেই একটা মিডিয়া ব্যস্ততায় যোগ দেয়ার কথা ছিল আমার। এই ব্যাপারটা অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে বিস্তারিত আলোচনা করে আমি বাংলাদেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’

‘আমি ফরচুন বরিশালকে তাদের সামনের ম্যাচগুলোর জন্য শুভকামনা জানাই। যেকোন প্রয়োজনে আমি তাদের পাশে আছি। দলটির হয়ে খেলতে পেরে আমি আনন্দিত এবং সামনেও তাদের সঙ্গে থাকতে চাই।’

আরো পড়ুন:

‘যখনই গুজব ছড়ায় আমি সেসব থেকে বেঁচে থাকতে সতর্কতা অবলম্বন করি, বিশেষত এখন যা ছড়াচ্ছে। আমাকে নিয়ে যে ভিত্তিহীন গুজবটা ছড়াচ্ছে তা আমি শক্তভাবে প্রত্যাখ্যান করছি। কোন কিছু বিশ্বাস ও ছড়িয়ে দেয়ার আগে তা নিখুঁতভাবে যাচাই করা উচিত। মিথ্যা সবসময়ই দ্বিধা তৈরি করে ও সম্মানহানিকর। যেকোন তথ্যের ব্যাপারে আসুন আমরা নির্ভুল ও নির্ভরযোগ্য সূত্রকে গুরুত্ব দেই।’

‘সবার ভালোবাসা ও সমর্থনের জন্য সবসময় ধন্যবাদ।’

এদিকে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান এক ভিডিও বার্তায় বলেছেন, ‘শোয়েব মালিককে নিয়ে এতদিন ধরে যে গুঞ্জন উঠছিল, তা ডাঁহা মিথ্যে। সে একজন অসাধারণ ক্রিকেটার। সে নিজের সেরাটা উজাড় করে দেয়। ফলে এই ব্যাপারটা নিয়ে আর বেশি জলঘোলা করার কোনও দরকার নেই। আমরা পরপর দুটো ম্যাচ হেরেছি। ফলে আমরা আগামী ম্যাচের উপরেই ফোকাস করতে হবে। আর আশা করছি যে আমরা ঘুরে দাঁড়াতে পারব। ফরচুন বরিশালের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।’ 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়