বিপর্যয় সামলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়ার চমক
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩১১ রান করে। জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া ৫৪ রান তুলতেই হারিয়ে বসে ৫ উইকেট। সেখান থেকে উমসান খাজা, অ্যালেক্স ক্যারি ও প্যাট কামিন্সের ব্যাটে বিপর্যয় এড়ায় অস্ট্রেলিয়া। কিন্তু ৯ উইকেট হারিয়ে ২৮৯ রানে যেতেই ইনিংস ঘোষণা করে বসে তারা।
২২ রানে এগিয়ে থাকা উইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে ১৩ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে। তাদের লিড হয়েছে ৩৫ রানের। ক্রেইগ ব্রাথওয়েট ৩ রানে অপরাজিত আছেন। ত্যাগনারায়ণ চন্দরপল ৪ রান করে জশ হ্যাজলউডের বলে আউট হয়েছেন।
তার আগে অস্ট্রেলিয়ার ইনিংসে খাজা ১০ চারে সর্বোচ্চ ৭৫ রান করেন। ক্যারি ৪৯ বলে ৯ চার ও ১ ছক্কায় ৬৫ রানের ক্যামিও ইনিংস খেলেন। আর অধিনায়ক কামিন্স ৭৩ বলে ৮টি চার ও ১ ছক্বায় ৬৪ রানে অপরাজিত থাকেন। এদের বাইরে মিচেল মার্শ করেন ২১ রান।
বল হাতে উইন্ডিজের আলজারি যোসেফ ৪টি ও কেমার রোচ ৩টি উইকেট নেন।
ঢাকা/আমিনুল