ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

লিভারপুল ছাড়ার ঘোষণা দিলেন ক্লপ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ২৭ জানুয়ারি ২০২৪   আপডেট: ১২:২২, ২৭ জানুয়ারি ২০২৪
লিভারপুল ছাড়ার ঘোষণা দিলেন ক্লপ

লিভারপুলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে জার্গেন ক্লপের নাম। লিভারপুলের ইতিহাসে অন্যতম সফল ম্যানেজার বলা হয় তাকে। সেই ক্লপ এবার ঘোষণা দিলেন লিভারপুল ছাড়ার। হুট করেই এই ঘোষণা দেন তিনি। চলতি মৌসুম শেষে আর প্রিমিয়ার লিগের দলটির ডাগআউটে দেখা যাবে না তাকে।

লিভারপুলের সঙ্গে প্রায় এক দশক কাটিয়ে দিয়েছেন ক্লপ। ২০১৫ সালের অক্টোবরে অ্যানফিল্ডে আসেন এই জার্মান কোচ। দায়িত্ব নিয়েই দলকে সাফল্যের ভেলায় ভাসান। তার অধীনে ৩০ বছরের খরা কাটিয়ে ২০১৯-২০ মৌসুমে লিগ শিরোপা জেতে দলটি। তার আগের মৌসুমে ঘরে তোলে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

ইংলিশ ক্লাবটির সঙ্গে আরও ৩ বছর চুক্তি রয়েছে ক্লপের। ২০২৬ সাল পর্যন্ত ‘দ্য রেড’দের সঙ্গে থাকার কথা ছিল তার। কিন্তু তার আগেই দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে দিলেন ৫৬ বছর বয়সী এই ভদ্রলোক। শুক্রবার (২৬ জানুয়ারি) বিবৃতিতে বিষয়টি জানায় লিভারপুল।

আরো পড়ুন:

ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে ক্লপ বলেন, ‘আমি বুঝতে পারছি এই খবর শুনে অনেকেই চমকে যাবেন। তবে অবশ্যই আমি এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে পারি, অন্তত ব্যাখ্যা করার চেষ্টা করতে পারি। এই ক্লাবের সবকিছুই আমি ভালোবাসি। এই শহরও ভালোবাসি। কিন্তু তারপরও এমন সিদ্ধান্ত নেওয়ায় বুঝতেই পারছেন আমি সত্যিই এটা চাই।’

‘কীভাবে বোঝাব যে আমার দম ফুরিয়ে আসছে। এখন কোনো সমস্যা নেই। জানতাম যে, একটা সময় আমাকে এই ঘোষণাটা দিতে হবে। এখন আমি পুরোপুরি ভালো আছি। তবে এটা জানি যে, একই কাজ আমি বারবার করতে পারব না।’-আরও যোগ করেন ক্লপ।

লিভারপুলের হয়ে ক্লপের ভান্ডারে সব বড় শিরোপাই আছে। ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি তারা ঘরে তোলে উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ শিরোপা। পরের মৌসুমে আসে প্রিমিয়ার লিগ শিরোপা। ২০২১-২২ মৌসুমে জেতে লিগ কাপ ও এফএ কাপ।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়