ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

মনোবাসনা পূরণের আশায় গরু কোরবানি মিশরের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ২৭ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৩:২২, ২৭ জানুয়ারি ২০২৪
মনোবাসনা পূরণের আশায় গরু কোরবানি মিশরের

আফ্রিকান নেশন্স কাপের গেল আসরে খুব কাছে এসেও শিরোপা জেতা হয়নি মিশরের। এবারও শুরুটা ভালো হয়নি। মাঝপথে ছিটকে গেছেন দলের সেরা তারকা মোহামেদ সালাহ। সব মিলিয়ে মিশরের অবস্থা খুব একটা সুবিধার না। যে কারণে সৌভাগ্যের আশায় গরু কোরবানি দিয়েছে মিশর ফুটবল। 

বিষয়টি নিশ্চিত করেছে মিশরের বিভিন্ন গণমাধ্যম। দলের মুখপাত্র মোহাম্মেদ মোরাদের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) শুক্রবার (২৬ জানুয়ারি) জানিয়েছে, মিসর ফুটবল অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার গরু কোরবানি দিয়ে তার গোশত কায়রোর অভাবী মানুষের মধ্যে বিতরণ করেছে।

আসরে এখন পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি মিশর। তবে ‘বি’ গ্রুপ থেকে ৩ ম্যাচ ড্র করে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোয় উঠেছে তারা। নেশনস কাপে রেকর্ড ৭ বারের চ্যাম্পিয়নরা শেষ ষোলোয় আগামীকাল কঙ্গোর মুখোমুখি হবে। 

আরো পড়ুন:

এদিকে মিশর দলে চলছে চোটের মহড়া। সালাহ তো আগেই ছিটকে গেছেন। তৃতীয় ম্যাচে তাদের গোলকিপার মোহাম্মদ এল শেনওয়ের কাঁধের হাড় স্থানচ্যুত হয়। অনুশীলনে মাথায় আঘাত পেয়ে বুধবার হাসপাতালে যেতে হয়েছে মিসর মিডফিল্ডার ইমাম আসৌরকে। পরে অবশ্য স্কোয়াডে যোগ দিয়েছেন তিনি।

মিশরের এবার গরু কোরবানির পেছনে উদাহরণ হিসেবে কাজ করেছে ২০০৮ নেশন্স কাপ। সেবারও সৌভাগ্যের আশায় মাঠেই খেলোয়াড়রা গরু কোরবানি দিয়েছিলেন। সেই আসরেও নেশন্স কাপ জিতেছিল মিশর।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়