ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

চার পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বরিশাল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ২৭ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৪:০৩, ২৭ জানুয়ারি ২০২৪
চার পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।

আজ চার পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বরিশাল। একাদশে রাখা হয়েছে আহমেদ শেহজাদকে। শোয়েব মালিকের জায়গায় এসেছেন আরেক পাকিস্তানি শেহজাদ। এদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই নেমেছে চট্টগ্রাম।

ঢাকা পর্বে তিন ম্যাচের দুটি হেরেছে বরিশাল। বিপরীতে তিন ম্যাচে দুই জয় নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দুই দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ আজকের লড়াই।

আরো পড়ুন:

ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, আহমেদ শেহজাদ মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, ইয়ানিক ক্যারিয়াহ, দুনিথ ওয়েলালাগে, খালেদ আহমেদ, আব্বাস আফ্রিদি ও রাকিবুল হাসান।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: আভিষ্কা ফার্নান্দো, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, নাজিবউল্লাহ জাদরান, ইমরানউজ্জামান (উইকেটকিপার), শুভাগত হোম (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন ও বিলাল খান।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়