টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠালো ঢাকা
বিপিএলের সিলেট পর্বে রান হচ্ছে বেশ। তাতে আগে ব্যাট করা দলই জিতেছে। তবুও দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন। তাদের আমন্ত্রণে আগে ব্যাট করবে রংপুর রাইডার্স। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬ টায়।
গতকাল হারের পর সিলেটে রংপুরের টানা দ্বিতীয় ম্যাচ। সিলেটে এসে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে দুর্দান্ত ঢাকা। বিপরীতে টানা দুই দিনে দুই ম্যাচ খেলছে রংপুর রাইডার্স। আজ জয়ের খোঁজে মাঠে নামবে সাকিব আল হাসানের দল।
রংপুর রাইডার্স একাদশ: বাবর আজম, রনি তালুকদার, ব্রেন্ডন কিং, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), শামীম পাটোয়ারী, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, শেখ মেহেদী, হাসান মাহমুদ, রিপন মন্ডল।
দুর্দান্ত ঢাকা একাদশ: মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, দানুশকা গুনাথিলাকা, চতুরঙ্গ ডি সিলভা, অ্যালেক্স রস, ইরফান শুক্কুর (উইকেটকিপার), সাইফ হাসান, তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম ও উসমান কাদির।
ঢাকা/বিজয়