ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

দুই ঘণ্টা প্রস্ততি নিয়েও ব্যাটিংয়ে নামেননি সাকিব, চ্যালেঞ্জ ছুড়লো রংপুর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৭, ২৭ জানুয়ারি ২০২৪   আপডেট: ২০:৩২, ২৭ জানুয়ারি ২০২৪
দুই ঘণ্টা প্রস্ততি নিয়েও ব্যাটিংয়ে নামেননি সাকিব, চ্যালেঞ্জ ছুড়লো রংপুর

বিপিএলের সিলেট পর্বের ম্যাচে আজ মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও দুর্দান্ত ঢাকা। ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে লড়াকু সংগ্রহ পেয়েছে রংপুর রাইডার্স। বাবর আজমের ফিফটি ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে ২০ ওভারে ১৮৩ রানের লড়াকু সংগ্রহ পেয়েছে দলটি। তবে দুই ঘণ্টা প্রস্ততি নিয়েও ব্যাটিংয়ে নামেননি সাকিব আল হাসান।

শনিবার (২৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে রংপুর। তাদের ওপেনার ব্রেন্ডন কিং শুরুতেই তাণ্ডব চালান।তবে তাকে বেশিদূর যেতে দেননি তাসকিন আহমেদ। এই পেসারের শর্ট বলে পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ধরা পড়েন ১৩ বলে ২০ রান করা কিং।

সুবিধা করতে পারেননি রনি তালুকদারও। ওয়ান ডাউনে নামা এই ব্যাটার ৭ বলে ১১ রান করে সানির ফুলার লেংথ বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে অ্যালেস রসের হাতে ক্যাচ দিয়েছেন। এরপর রংপুরের হাল ধরেন বাবর আজম ও নুরুল হাসান সোহান। এই দুজনের ৫০ রানের জুটিও ভাঙেন সানি। সোহান ২৪ বলে ২৬ রান করে এলবিডব্লিউ হয়েছেন।

আরো পড়ুন:

একই ওভারে মোহাম্মদ নবিকেও আউট করেছেন সানি। উইকেট যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে পড়ে ছিলেন বাবর আজম। তিনি ৪১ বলে তুলে নিয়েছিলেন হাফ সেঞ্চুরি। তবে বেশি আগাতে পারেননি। দানুশকা গুনাথিলাকার ঝুলিয়ে দেয়া বল লং অফ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে আউট হয়েছেন পাকিস্তানি এই ব্যাটার।

এরপর ব্যাট হাতে ঝড় তোলেন ওমরজাই। মাত্র ১৫ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩২ রানের ঝড়ো ইনিংস খেলেন এই অলরাউন্ডার। তাকে যোগ্য সঙ্গ দেন শামিম হোসেন পাটোয়ারি। ৮ বলে ১ চার ও ছক্কায় করেন ১৭ রান। আর তাতেই ভালো পুঁজি পায় রংপুর।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়