ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

আবার ইনজুরিতে তাসকিন 

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৯, ২৭ জানুয়ারি ২০২৪   আপডেট: ২২:৫৯, ২৭ জানুয়ারি ২০২৪
আবার ইনজুরিতে তাসকিন 

বিশ্বকাপ চলাকালে ইনজুরিতে ভুগছিলেন পেসার তাসকিন আহমেদ। নভেম্বর থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে পর্যন্ত ছিলেন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে। বিপিএল দিয়ে মাঠে ফিরেছেন। কিন্তু, তৃতীয় ম্যাচে এসেই আবার ইনজুরিতে পড়েছেন এই পেসার। 

শনিবার (২৭ জানুয়ারি) রংপুর রাইডার্সের বিপক্ষে খেলার সময় ব্যাক ইনজুরিতে পড়েন তাসকিন। এজন্য বোলিংয়ের কোটা শেষ করতে পারেননি, দলের পরাজয়ের মুখে ব্যাটিংও করেননি। ম্যাচ শেষে দুর্দান্ত ঢাকার সতীর্থ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

শরিফুল বলেন, ‘তাসকিন ভাইয়ের ব্যাক হালকা (ব্যাথা) লেগে আসছিল, সেজন্য বোলিং করেননি, ব্যাটিংয়ে নামেননি। আমরা ঝুঁকি নিতে চাইনি তাকে নিয়ে। আশা করছি, পরের ম্যাচের আগে উনি ফিট হয়ে যাবেন।’

আরো পড়ুন:

এই ম্যাচে রংপুরের কাছে ৭৯ রানে হারে ঢাকা। তাসকিন বল হাতে ২ ওভার করে ১৪ রানে ১ উইকেট নিয়েছেন। 

২৯ জানুয়ারি সন্ধ্যায় ঢাকার প্রতিপক্ষ উড়তে থাকা খুলনা টাইগার্স। পরের ম্যাচ খেলতে নামার আগে এক দিন সময় পাবেন তাসকিন। এর মধ্যে ব্যথামুক্ত হতে পারেন কি না, সেটাই দেখার বিষয়। 

সিলেট/রিয়াদ/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়