ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

চার ধাপ অবনতি ভারতের, পড়লো বাংলাদেশের পেছনে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ২৮ জানুয়ারি ২০২৪   আপডেট: ২২:৩৬, ২৮ জানুয়ারি ২০২৪
চার ধাপ অবনতি ভারতের, পড়লো বাংলাদেশের পেছনে

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্ট শুরুর আগে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ছিল ভারত। আজ রোববার হায়দরাবাদ টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডের কাছে তারা হেরে যায় ২৮ রানে। আর এই ম্যাচ হেরেই চার ধাপ অবনতি হয়েছে রোহিতবাহিনীর। তারা নেমে গেছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। এতে বাংলাদেশেরও পেছনে পড়েছে তারা।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন এই চক্রে এ পর্যন্ত তারা পাঁচটি টেস্ট খেলেছে। তার মধ্যে জিতেছে মাত্র দুটিতে। হেরেছে দুটিতে। ড্র করেছে একটিতে। ২৬ পয়েন্ট নিয়ে তাদের জয়ের শতকরা হার ৪৩.৩৩।

বাংলাদেশ মাত্র ২টি টেস্ট খেলে জিতেছে একটিতে, হেরেছে একটিতে। মোট সংগ্রহ ১২ পয়েন্ট হলেও জয়ের শতকরা হার ৫০ হওয়ায় ভারতের উপরে চতুর্থ স্থানে রয়েছে।

আরো পড়ুন:

অন্যদিকে ২৭ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছ হার মানা অস্ট্রেলিয়া ৫৫ শতাংশ জয়ের হার নিয়ে অবস্থান করছে টেবিলের শীর্ষে। ১০ ম্যাচ খেলে তারা জিতেছে ৬টিতে। মোট পয়েন্ট ৬৬।

এদিকে ভারতের বিপক্ষে ইংল্যান্ড দারুণ জয় পেলেও পয়েন্ট টেবিলের সেটার খুব একটা প্রভাব পড়েনি। বর্তমানে তারা আছে টেবিলের অষ্টম স্থানে। তাদের জয়ের শতকরা হার ২৯.১৬। কেবল শ্রীলঙ্কা আছে তাদের পেছনে।

বাংলাদেশের সমান পয়েন্ট ও জয়ের হার নিয়ে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ও নিউ জিল্যান্ড আছে তৃতীয় স্থানে। ৩৬.৬৬ শতকরা হার নিয়ে পাকিস্তান ষষ্ঠ এবং ৩৩.৩৩ শতকরা হার নিয়ে উইন্ডিজ আছে সপ্তম স্থানে।

অবশ্য ভারতের সামনে সুযোগ রয়েছে শীর্ষে ওঠার। ইংল্যান্ডের বিপক্ষে তারা আরও চারটি টেস্ট খেলবে। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে তারা যদি সিরিজ জিতে যায় তাহলে হয়তো সবাইকে পেছনে ফেলে শীর্ষস্থান দখলে নিতে পারবে।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়