ঢাকা     শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রাজা সিনার, গড়লেন ইতিহাস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১২, ২৮ জানুয়ারি ২০২৪  
অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রাজা সিনার, গড়লেন ইতিহাস

অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাস গড়লেন ইতালির তরুণ টেনিস তারকা ইয়ানিক সিনার। আজ রোববার (২৮ জানুয়ারি) মেলবোর্নে অনুষ্ঠিত ফাইনালে তিনি দানিল মেদভেদেভকে হারিয়ে প্রথম ইতালিয়ান হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের কীর্তি গড়েন। আর তাতে ১০ বছর পর অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ একক দেখলো নতুন চ্যাম্পিয়নের মুখ।

ফাইনালে লড়াই হয়েছিল হাড্ডাহাড্ডি। তাতে ম্যাচটি গড়িয়েছিল পাঁচ সেট পর্যন্ত। প্রথম দুই সেটে পিছিয়ে পড়েও মেদভেদকে ৩-৬, ৩-৬, ৬-৪, ৬-৪, ৬-৩ ব্যবধানে হারিয়ে প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের আনন্দে ভাসেন ২২ বছর বয়সি সিনার।

রাশিয়ান অভিজ্ঞ টেনিস তারকা মেদভেদ সবশেষ ২০২১ সালে ইউএস ওপেন জিতেছিলেন। আজ ইতালিয়ান তরুণ তুর্কির বিপক্ষে অস্ট্রেলিয়ান ওপেন জেতার ক্ষেত্রে ফেভারিটও ছিলেন। চেষ্টাও করেছিলেন খুব। ছিলেন প্রথম দুই সেটে এগিয়ে। কিন্তু শেষ তিন সেট হেরে শেষ পর্যন্ত তাকে ৩-২ ব্যবধানে হার মানতে হয়। তাকে হটিয়ে রড লেভার এরিনায় মহাকাব্য লিখে ইতিহাস রচনা করেন সিনার। 

আরো পড়ুন:

এদিকে গতকাল এরিনা সাবালেঙ্কা চীনের কিনওয়েন ঝেংকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের শিরোপা জিতেন। রড লেভার এরিনায় ১ ঘণ্টা ১৬ মিনিটের লড়াইয়ে সাবালেঙ্কা ৬-৩, ৬-২ ব্যবধানে জিতে ১১ বছর পর শিরোপা পুনরুদ্ধার করেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়