বুমরাহকে তিরস্কার করলো আইসিসি, দিলো ডিমেরিট পয়েন্টও
ভারতের পেসার জাসপ্রিত বুমরাহকে তিরস্কার করেছে আইসিসি। আজ সোমবার (২৯ জানুয়ারি) এক বার্তায় তাকে তিরস্কার করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি তাকে একটি ডিমেরিট পয়েন্টও দেয়।
ঘটনাটি ঘটেছিল হায়দরাবাদ টেস্টের চতুর্থদিনে ইংল্যান্ডের অলি পোপের সঙ্গে। এ সময় বল করছিলেন বুমরাহ। রান নিচ্ছিলেন পোপ। সে সময় পোপের ঠিক সামনে দাঁড়িয়ে যান ভারতের সহ-অধিনায়ক এবং তার কাঁধের সঙ্গে সজোরে ধাক্কা লাগান।
ম্যাচ রেফারি বিষয়টিকে ভালো চোখে দেখেননি। তিনি বিষয়টিকে ইচ্ছাকৃতভাবে করার অভিযোগ এনে প্রতিবেদন জমা দেন। আর সেটার সূত্র ধরেই আনুষ্ঠানিকভাবে বুমরাহকে তিরস্কার করে আইসিসি।
বুমরাহ যে আচরণ করেছেন তাতে আইসিসির আচরণবিধির লেভেল-১ লঙ্ঘন হয়েছে। তাতে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে তার নামের পাশে। যেটার মেয়াদ দুই বছর। এই সময়ের মধ্যে মোট চারটি ডিমেরিট পয়েন্ট পেলে নিষিদ্ধ হবেন। যদিও গেল ২৪ মাসের মধ্যে এটাই প্রথম তার ডিমেরিট পয়েন্ট।
বুমরাহ অবশ্য বিষয়টি মেনে নিয়েছেন। সে কারণে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
অবশ্য ১৯৬ রান করা পোপকে শেষ পর্যন্ত বুমরাহই আউট করেছিলেন।
ঢাকা/আমিনুল