ভালো শুরুর পরও বড় সংগ্রহ পেল না ঢাকা
খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল দুর্দান্ত ঢাকা। কিন্তু ভালো শুরুর পরও তাদের সংগ্রহটা বড় হলো না। উদ্বোধনী জুটির পর আর কেউই উল্লেখযোগ্য রান করতে না পারায় ৯ উইকেট হারিয়ে তারা মাত্র ১৩০ রান সংগ্রহ করেছে। জিততে খুলনাকে করতে হবে ১৩১ রান।
উদ্বোধনী জুটিতে সায়েম আইয়ুব ও মোহাম্মদ নাঈম ৮.৫ ওভারে ৭৫ রান তোলেন। এরপর পথ হারায় ঢাকা। দলীয় সংগ্রহে আর ৫৫ রান যোগ করতে ৯ উইকেট হারায় তারা।
৭৫ রানের সময় প্রথমে নাঈম ২১ বলে ২টি চার ও ৪ ছক্কায় ৪১ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন। ৭৭ রানের মাথায় বিদায় নেন সায়েমও। তিনি ৩৭ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৫ রান করে ফিরেন। তাদের দুজনের পর কেবল আলেক্স রস ১ চার ও ১ ছক্কায় ২১ ও আরাফাত সানী ১ চারে করেন ১৫ রান। বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি।
বল হাতে খুলনার সেরা ছিলেন মোহাম্মদ নাওয়াজ। তিনি ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩টি উইকেট। মোহাম্মদ ওয়াসিম ৪ ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে ২টি উইকেট নেন। মুকিদুল ইসলাম ৩ ওভারে ২৩ রান দিয়ে নেন ২টি উইকেট।
ঢাকা/আমিনুল