ঢাকা     সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৮ ১৪৩১

মায়ামির সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে মেসির ছেলে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ৩০ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৬:৫৭, ৩০ জানুয়ারি ২০২৪
মায়ামির সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে মেসির ছেলে

লিওনেল মেসির বড় ছেলে থিয়াগো মেসি। বয়স এখনও ১২ ছোঁয়নি। তাইতো খেলছেন মায়ামি অনূধ্ব-১২ দলে। মাত্র ৬ ম্যাচ খেলেই বাপকা বেটা হিসেবে নিজের জাত চিনিয়েছেন। ৬ ম্যাচে গোল করেছেন ১৩টি। অ্যাসিস্ট করেছেন ৭টি। মায়ামির অনূর্ধ্ব-১২ দলের সর্বোচ্চ গোলদাতা হওয়া দৌড়ে আছেন তিনি।

সম্প্রতি থিয়াগো মেসির খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখান তার প্রতিভা দেখে নেটিজেনরা মুগ্ধ হচ্ছেন। তার বল রিসিভ করা, ড্রিবিলং ও অন্যান্য ফুটবল টেকনিক দিয়ে তিনি মুগ্ধ করছেন ফুটবলপ্রেমীদের। অনেকে বলতে শুরু করেছেন থিয়াগো হয়তো তার বাবার প্রতিভা নিয়ে জন্মেছেন।

অবশ্য মেসির বড় ছেলে হিসেবে তার ওপর মানুষের প্রত্যাশাও বেশি। অবশ্য অনূর্ধ্ব-১৯ দলে নিজের ঝলক দেখিয়ে ইতোমধ্যে সেই প্রত্যাশার পারদ অনেকখানি উঁচুতে তুলে ফেলেছেন। চলতি বছরের নভেম্বর পর্যন্ত তিনি অনূর্ধ্ব-১২ দলের হয়ে খেলতে পারবেন।

আরো পড়ুন:

রোনালদো ও মেসির যুগ শেষ হওয়ার পথে। এরপর হয়তো তাদের সন্তানেরা পারফরম্যান্স দিয়ে স্মরণ করিয়ে দিবেন মেসি-রোনালদোর সময়কে। থিয়াগো মেসির মতো রোনালদোর ছেলে অ্যাভেইরোও নিজের প্রতিভার ঝলক দেখাচ্ছেন বয়সভিত্তিক ফুটবলে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়