ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বাংলাদেশের বোলিং তোপে পঞ্চাশের আগে তিন উইকেট হারালো নেপাল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ৩১ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৫:২১, ৩১ জানুয়ারি ২০২৪
বাংলাদেশের বোলিং তোপে পঞ্চাশের আগে তিন উইকেট হারালো নেপাল

যুব বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচে নেপালের দারুণ শুরু করেছে বাংলাদেশ। টস হেরে ফিল্ডিং করতে নেমে দুর্দান্ত বোলিংয়ে নেপালকে চাপে রেখে উইকেট আদায় করে নিচ্ছে বাংলাদেশের যুবারা। মারুফ মৃধা-রোহানাত দৌলা বর্ষণের বোলিংয়ে ইতোমধ্যেই পঞ্চাশ রানের আগে তিন উইকেট হারিয়ে বসেছে নেপাল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেপালের সংগ্রহ ১৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪১ রান। ৪ রান নিয়ে উইকেটে আছেন নেপাল অধিনায়ক দেব খানাল। তাকে সঙ্গ দিচ্ছেন অপরপ্রান্তে থাকা বিশাল বিক্রম। তিনি ব্যাট করছেন ৫ রানে।

টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে নেপালের ব্যাটসম্যানরা। বিপিন বাওয়ালকে ফিরিয়ে শুরুটা করেন মারুফ। চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ১২ বলে ২ রান করা বিপিন।

আরো পড়ুন:

উইকেটে এসে সুবিধা করতে পারেননি আকাশ ত্রিপাঠিও। ১৩ বলে মাত্র ৩ রান করে ইকবাল হোসেন ইমনের বলে টাইগার অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির হাতে ক্যাচ দেন ওয়ানডাউনে নামা ত্রিপাঠি। একপ্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আসা যাওয়া দেখছিলেন ওপেনার অর্জুন কুমাল। তাকে ১৪ রানে ফেরান বর্ষণ।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়