ঢাকা     সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৮ ১৪৩১

আবারও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ৩১ জানুয়ারি ২০২৪  
আবারও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ

আবারও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর সভাপতি হয়েছেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সাধারণ সম্পাদক জয় শাহ। এ নিয়ে তৃতীয়বারের মতো আঞ্চলিক এই ক্রিকেট সংস্থার সভাপতি নির্বাচিত হলেন তিনি।

আজ বুধবার (৩১ জানুয়ারি) বালিতে বার্ষিক সাধারণ সভায় এসিসি’র সভাপতি হিসেবে জয় শাহর নাম প্রস্তাব করেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মি সিলভা। সেই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং জয় শাহ তৃতীয় মেয়াদে সভাপতি হন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের মেয়াদ শেষে ২০২১ সালে প্রথমবার এসিসি’র সভাপতি নির্বাচিত হয়েছিলেন জয় শাহ। এরপর তার নেতৃত্বে এসিসি টি-টোয়েন্টি ফরম্যাটে ২০২২ ও ওয়ানডে ফরম্যাটে ২০২৩ এশিয়া কাপ আয়োজন করে।

আরো পড়ুন:

তৃতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হয়ে জয় শাহ বলেন, ‘আমার ওপর ধারাবাহিকভাবে আস্থা রাখায় এসিসি বোর্ডের প্রতি আমি কৃতজ্ঞ। আমাদেরকে অবশ্যই এই খেলাটির অলরাউন্ড উন্নয়নের দিকে ফোকাস রাখবে হবে। বিশেষ করে ওইসব অঞ্চলের প্রতি যেখানে এই খেলাটি এখনও প্রাথমিক অবস্থায় আছে। এশিয়া জুড়ে ক্রিকেটের নার্সিং করতে এসিসি বদ্ধপরিকর।’

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়