ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বর্ষণ-জীবনের বোলিং তোপে অল্পরানে অলআউট নেপাল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৮, ৩১ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৮:৩১, ৩১ জানুয়ারি ২০২৪
বর্ষণ-জীবনের বোলিং তোপে অল্পরানে অলআউট নেপাল

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সের প্রথম ম্যাচে বোলিংটা দারুণ হলো বাংলাদেশের। রোহানাত দৌল্যা বর্ষণ ও শেখ পারভেজ জীবনের বোলিং তোপে ৪৯.৫ ওভারে নেপাল অলআউট হয়েছে মাত্র ১৬৯ রানে। জিততে বাংলাদেশকে করতে হবে ১৭০ রান।

বল হাতে বাংলাদেশের বর্ষণ ৮.৫ ওভারে ২ মেডেনসহ মাত্র ১৯ রান দিয়ে ৪টি উইকেট নেন। জীবন ১০ ওভার বল করে ২ মেডেনসহ ৩৪ রান দিয়ে নেন ৩টি উইকেট। একটি করে উইকেট নেন ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা ও জিশান আলম।

বাংলাদেশের বোলিং তোপে নেপালের মাত্র চারজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে বিশাল বিক্রম সর্বোচ্চ ৪৮ রান করেন। ১০০ বল খেলে ৬ চারে এই রান করেন তিনি। দেব খানাল ৬০ বল খেলে ৩ চারে করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান।

আরো পড়ুন:

২৯ রানেই ৩ উইকেট হারানোর পর তারা দুজন দলীয় সংগ্রহকে টেনে নেন ৯১ পর্যন্ত। তাদের ৬২ রানের জুটিতে নেপালের সংগ্রহ ১০০ পেরোয়। এরপর বিশাল ও গুলসান ঝা ৩০ রানের জুটি গড়েন পঞ্চম উইকেটে। দলীয় ১২১ রানের মাথায় এই জুটি ভাঙার পর সুবাশ ভান্ডারি অপরাজিত ১৮ রান করেন। এর বাইরে অরুণ কুমাল করেন ১৪ রান। তাতে নেপালের রান ১৬৯ পর্যন্ত যায়।

বাংলাদেশ অবশ্য অতিরিক্ত ৩১ রান না দিলে নেপালের রান ১৩৮ এর বেশি হতো না।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়