ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

২০টি ঐতিহ্য নিয়ে বাংলা ভাষায় সিলেট স্ট্রাইকার্সদের বিশেষ জার্সি

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১২, ১ ফেব্রুয়ারি ২০২৪  
২০টি ঐতিহ্য নিয়ে বাংলা ভাষায় সিলেট স্ট্রাইকার্সদের বিশেষ জার্সি

ভাষার মাস ফেব্রুয়ারির শুরুতেই চমক নিয়ে উপস্থিত সিলেট স্ট্রাইকার্স। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সবুজ রঙের বিশেষ জার্সি পরে খেলবে ফ্র্যাঞ্চাইজিটি। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে ২০টি বিশেষ জিনিস নিয়ে তৈরি নতুন এই জার্সি প্রকাশ করেছে তারা।  

আগামীকাল শুক্রবার দুপুর ২টায় দুর্দান্ত ঢাকার বিপক্ষে সবুজে মোড়ানো বিশেষ এই জার্সি পরে খেলতে নামবেন মোহাম্মদ মিঠুনরা। আজ সন্ধ্যায় ভাষা সৈনিক প্রফেসর আব্দুল আজিজের বাসায় বিশেষ এই জার্সি উন্মোচন করা হয়। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তারা জানিয়েছে, ২ ফেব্রুয়ারি বিশেষ এই জার্সি পরে খেলতে নামবে স্ট্রাইকার্স ক্রিকেটাররা।

বিশেষ এই জার্সিতে বাংলা অক্ষরে লেখা থাকবে খেলোয়াড়দের নাম ও জার্সি নম্বর। বিপিএলের মতো টুর্নামেন্টে প্রথমবারের মতো এমন কিছু দেখবেন ক্রিকেট ভক্ত সমর্থকরা। লিপির ক্ষেত্রে ব্যবহার হবে সিলেটি ‘নাগরি লিপি’। 

জার্সিতে সিলেটের ছোট ছোট পাহাড়, চা বাগান থেকে শুরু করে থাকবে দর্শনীয় স্থানগুলো। এছাড়াও আরও অনেকগুলো বিশেষত্বে মোড়ানো থাকবে বিশেষ এই জার্সি।

এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে কোনোটাই জেতেনি দলটি। আগামীকাল দুপুরে ষষ্ঠ ম্যাচে মাঠে নামবে সিলেট।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়