ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

আইপিএলে ‘হটকেক’ শামার, কড়া নাড়ছেন বিশ্বকাপের দরজায়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৫, ২ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১০:০২, ২ ফেব্রুয়ারি ২০২৪
আইপিএলে ‘হটকেক’ শামার, কড়া নাড়ছেন বিশ্বকাপের দরজায়

অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরকেই হারানোর নায়ক ওয়েস্ট ইন্ডিজের জোসেফ শামারকে নিয়ে চারদিকে চলছে আলোচনা। গ্যাবায় গতির ঝড় তোলা শামার এবার ঝড় তুলতে যাচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। তাকে দলে ভেড়াতে চেষ্টা করছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। সেই সঙ্গে কড়া নাড়ছেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলেও!

কয়েকটি ভারতীয় গণমাধ্যমের খবর, আইপিএলের এবারের মৌসুমে শামারকে পেতে মুখিয়ে আছে চার-পাঁচটি ফ্র্যাঞ্চাইজি। এই তালিকায় আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস।

শামারকে দলে নেওয়ার তালিকায় সবচেয়ে এগিয়ে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মূলত ইংলিশ পেসার টম কারানের বদলি হিসেবেই শামারের দিকে চোখ রেখেছে দলটি। বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পান কারান। এই পেসারের জায়গা পূরণ করতেই শামারের দিকে হাত বাড়িয়েছে দলটি।

আরো পড়ুন:

দিল্লিও নেমেছে শামারকে হাত করতে। তাদের হাতে এখনো যথেষ্ট পরিমাণ টাকা আছে। এছাড়াও দলে পেস বোলারদের ঘাটতি আছে। সেটা পূরণেই শামারকে নিতে পারে দিল্লি। দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবার পেসারদের দিকে জোর দিয়েছে। স্টার্ককে দলে নেওয়ায় শক্তি বেড়েছে। তার জুটি হিসেবে শামারকে চাচ্ছে দলটি।

এদিকে শামারকে নিয়ে এরই মধ্যে পরিকল্পনা শুরু করে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সীমিত সংস্করণের কোচ ড্যারেন স্যামি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে ঠাঁই পাওয়ার জন্য বিবেচনায় ঢুকে গেছেন তিনি। ব্রিসবেনের বিধ্বংসী বোলিংয়ের পর শামারকে তিন সংস্করণের ক্রিকেটের জন্যই উপযুক্ত মনে হচ্ছে স্যামির।

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, 'সে (শামার) অবশ্যই তিন সংস্করণে খেলার মতো একজন হবে। তাকে আমার স্কোয়াডে হাতের কাছে পেতে একদমই তর সইছে না। তবে হ্যাঁ, সবকিছুরই একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে। আমি ও নির্বাচক প্যানেলের চেয়ারম্যান সেটা মেনেই কাজ করি। কিন্তু সে যা করেছে, তাতে বিশ্বকাপ সামনে রেখে দল গঠনের ক্ষেত্রে মধুর সমস্যা তৈরী হয়েছে।’

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়