ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

সিলেটের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ২ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৪:২২, ২ ফেব্রুয়ারি ২০২৪
সিলেটের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে ঢাকা

দুদিন বিরতির পর আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। সিলেটে দিনের প্রথম ম্যাচে মাঠে নেমেছে দুর্দান্ত ঢাকা এবং সিলেট স্ট্রাইকার্স। ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। ঢাকার আমন্ত্রণে আগে ব্যাট করবে সিলেট। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

ঘরের মাঠে আজ সিলেটের লক্ষ্য জয়ের ধারায় ফেরা। নিজেদের সমর্থকদের সামনে আনন্দ-উৎসবের আবহ রাঙাতে মরিয়া তারা। টানা পাঁচ হারের বৃত্ত থেকে বের হতে চায় দলটি। এদিকে জয় চায় ঢাকাও।

দুর্দান্ত ঢাকা একাদশ: সাইম আইয়ুব, মোহাম্মদ নাইম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), অ্যালেক্স রস, ইরফান শুক্কুর (উইকেটকিপার), গুলবেদিন নাইব, এসএম মেহেরব, তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম ও উসমান কাদির।

সিলেট স্ট্রাইকার্স একাদশ: নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), জাকির হাসান (উইকেটকিপার), শামসুর রহমান, আরিফুল হক, রায়ান বার্ল, বেনি হাওয়েল, সামিত প্যাটেল, নাইম হাসান, রেজাউর রহমান রাজা ও রিচার্ড এনগারাভা।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়