ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

শ্রীলঙ্কার কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৮, ২ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৫:৪৭, ২ ফেব্রুয়ারি ২০২৪
শ্রীলঙ্কার কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

আসর জুড়ে দারুণ খেললেও ফাইনালে এসে পারলো না বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো তাদেরকে। ফাইনালে বাংলাদেশকে ৩৬ রানে হারিয়েছে শ্রীলঙ্কা।

আজ শুক্রবার (২ জানুয়ারি) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৪৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১১২ রান করতে পারে বাংলাদেশ।

লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। লঙ্কান বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটাররা। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন রাবেয়া আক্তার। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান আসে আরবিন তানির ব্যাট থেকে। বাকিরা বলার মতো কিছু করতে পারেননি। 

আরো পড়ুন:

এর আগে ব্যাট করতে  দারুণ শুরু করেন দুই লঙ্কান ওপেনার নেতমি পর্না ও দেভিমি বিহাঙ্গা। দুজনে মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ১০৪ রান। নতুন বলে বাংলাদেশি বোলারদের পাত্তাই দেননি তারা। শুরুতে কিছুটা রক্ষণাত্মক খেললেও সময়ের সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক হয়ে ওঠেন দুজনেই। অপরাজিত ৬৬ রান এসেছে নেতমি পর্নার ব্যাট থেকে। তাতে বড় সংগ্রহ পায় শ্রীলঙ্কা।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়