ঢাকা     রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৭ ১৪৩১

শূন্য, এক, বাদ- এবার ক্যাপ্টেন হয়েই মিঠুনের ফিফটি

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ২ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৬:২২, ২ ফেব্রুয়ারি ২০২৪
শূন্য, এক, বাদ- এবার ক্যাপ্টেন হয়েই মিঠুনের ফিফটি

প্রথম চার ম্যাচে মোহাম্মদ মিঠুনের রান ৪৬। তার মধ্যে ঢাকায় প্রথম ম্যাচে ৪০। সিলেটে দুই ম্যাচে শূন্য ও এক রান করার পর পড়েন বাদ। এরপর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বিরতি নিলে, মিঠুনের আবির্ভাব হয় অধিনায়ক হিসেবে।

অধিনায়ক হয়েই প্রথম ম্যাচে দলের বিপদের সময় দাঁড়িয়ে হাঁকান ফিফটি। দুর্দান্ত ঢাকার বিপক্ষে টস হেরে ব্যাটিং করতে নেমে মিঠুনের ফিফটিতে ভর করে ১৪২ রান করে সিলেট স্ট্রাইকার্স। মিঠুন ৪৬ বলে সর্বোচ্চ ৫৯ রান করেন। 

মিঠুনের শুরুটা ছিল ধীরগতির। ১৩ রানে ৩ উইকেট হারানোর পর ক্রিজে আসেন সিলেট অধিনায়ক। প্রথম ৮ রান করতে খরচ করেন ১৪ বল। এরপর ধীরে ধীরে খোলস ছেড়ে বের হতে থাকেন। ৩৬ বলে দেখা পান ফিফটির।

আরো পড়ুন:

ফিফটির পর অবশ্য বেশিদূর এগোতে পারেননি। ১০ বল খেললেও রান করেন ৮! শেষ দিকে ঝড় তোলেন আরিফুল হক। মাত্র ৯ বলে ২১ রান করেন তিনি।

ঢাকার হয়ে দারুণ বোলিং করেন শরিফুল ইসলাম। ২৪ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেটে নেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি তার ক্যারিয়ার সেরা বোলিং। এ ছাড়া ২ উইকেট নেন আরাফাত সানি।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়