ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

ব্যাটিং না করতে পারলে সাকিব আর ক্রিকেটই খেলবে না: সালাউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৬, ২ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২৩:০৩, ২ ফেব্রুয়ারি ২০২৪

চোখের সমস্যায় ভোগা সাকিব আল হাসান ব্যাট হাতে নিজের হারানো ফর্ম পেতে মরিয়া হয়ে কাজ করে যাচ্ছেন। দলের বিশ্রামের দিনও অনুশীলন চালিয়ে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বিপিএলে দুই ম্যাচে ব্যাট করে চার রানের বেশি করতে পারেননি, এরপর আর ব্যাটিংয়েই নামছেন না। রংপুর তাকে বোলার হিসেবেই খেলাচ্ছে। 

এদিকে নিজেকে ফিরে পেতে কী না করছেন সাকিব। তাকে অনুশীলনে সহায়তা করছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাউদ্দিনও। এর আগে বারবার সালাউদ্দিনের সঙ্গে কাজ করে পেয়েছেন সফলতা। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও গুরুর শরনাপন্ন হয়েছেন। সাকিবের ব্যাটিং নিয়ে সালাউদ্দিন কি কাজ করছেন? 

শুক্রবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উড়িয়ে দেওয়ার পর কুমিল্লার কোচ সালাউদ্দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হন। এ সময় সাকিবের ব্যাটিং নিয়ে প্রশ্নে জানান, ব্যাটিং না করতে পারলে ক্রিকেটই ছেড়ে দেবেন। তবে শুনিয়েছেন আশার বাণীও। 

আরো পড়ুন:

সালাউদ্দিন বলেন, ‘যদি সে না (ব্যাট হাতে) ফিরতে পারে তাহলে ক্রিকেট খেলবে না। সে যদি নাই ফিরতে পারে তাহলে তো ক্রিকেট খেলবে না। সে ফিরতে পারবে বলেই এখনও মাঠে আছে বলে আমি মনে করি।’

শিষ্যের সঙ্গে কাজ নিয়ে সবকিছু খোলাসা করতে চান না এই কোচ, ‘আমি আর সাকিব কথা বললে বেশির ভাগ ক্রিকেটের বাইরের কথাই বলি। খুব কম আমরা ক্রিকেট নিয়ে কথা বলি। আমরা সবসময় আমাদের সমস্যা কী আমাদের সমাধান কী সেটা নিয়ে চিন্তা করি বেশি। ক্রিকেট নিয়ে খুব কম কথা হয়। যে কথাগুলো হয়েছে সেগুলো আসলে আমার ওপেন করা উচিত হবে না।’

এর আগে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান জানিয়েছেন সাকিব ব্যাট হাতে ফেরার জন্য সবধরণের চেষ্টা করে যাচ্ছেন। বিপিএলের শেষ দিকে তাকে পুরোদমে ব্যাটিংয়ে দেখা যাবে বলেও জানান সোহান।

‘উনি চেষ্টা করছেন। নিজে নিজে বন্ধের দিনেও অনুশীলন করছেন। চোখে যে সমস্যা আছে ওটা আস্তে আস্তে উন্নতি হচ্ছে। তো আমরা আশা করি টুর্নামেন্টের শেষদিকে তাকে পুরোদমে দেখতে পারব।’

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়