ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

সতীর্থকে ‘ধর্ষক’ বলে তদন্তের মুখে বেলিংহ্যাম

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ৩ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১১:৫৮, ৩ ফেব্রুয়ারি ২০২৪
সতীর্থকে ‘ধর্ষক’ বলে তদন্তের মুখে বেলিংহ্যাম

জাতীয় দলের সতীর্থকে ধর্ষক বলে তদন্তের মুখে পড়েছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। গেটাফের বিপক্ষে ম্যাচে আরেক ইংলিশ ফুটবলার মেসন গ্রিনউডের প্রতি এমন আপত্তিকর মন্তব্যের কারণে লা লিগা কর্তৃপক্ষের তদন্তের মুখে পড়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে গেটাফের বিপক্ষে রিয়ালের ২–০ গোলে জেতা ম্যাচের দ্বিতীয়ার্ধে ঘটেছে এ ঘটনা। এদিন ম্যাচের একপর্যায়ে বেলিংহাম ট্যাকল করার চেষ্টা করেন গ্রিনউডকে। সে সময়ই গ্রিনউডকে কিছু একটা বলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়ে। অনেকে দাবি করেন, বেলিংহাম সে সময় গ্রিনউডকে ‘ধর্ষক’ বলে সম্বোধন করেন। 

পরে এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে লা লিগা কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছে গেটাফে। অভিযোগ আমলে নিয়ে তদন্তে শুরু করেছে স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ সংস্থা। এ ঘটনার তদন্তে একজন ‘লিপ রিডার’ (যিনি শব্দ ছাড়াই ঠোঁট নাড়ানো দিয়ে কথা বুঝতে পারেন) নিয়োগ দিয়েছে তারা।

আরো পড়ুন:

এ প্রসঙ্গে এক বিবৃতিতে লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, ‘গেটাফে গতকাল অভিযোগটি লা লিগার ম্যাচ পরিচালক এবং লা লিগার কাছে স্থানান্তর করেছে। বিষয়টি তদন্তে একজন লিপ রিডিংয়ের মাধ্যমে বিশেষজ্ঞ প্রতিবেদন দেওয়ার অনুরোধ করা হয়েছে।’ 

বিষয়টি সহজভাবে নেয়নি লা লিগা কর্তৃপক্ষ। অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে বেলিংহ্যামকে বেশ কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন। 

উল্লেখ্য, ২০২২ সালের জানুয়ারিতে বান্ধবীকে পেটানো ও ধর্ষণের অভিযোগে আটক হন গ্রিনউড। যদিও ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে। এই ঘটনায় গ্রিনউডের আগের ক্লাব ইউনাইটেড তাকে ধারে গেটাফেতে পাঠায়।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়