ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

টস জিতে খুলনার বিপক্ষে ফিল্ডিংয়ে তামিমের বরিশাল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ৩ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৩:২১, ৩ ফেব্রুয়ারি ২০২৪
টস জিতে খুলনার বিপক্ষে ফিল্ডিংয়ে তামিমের বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্বের শেষ দিনের খেলা মাঠ গড়িয়েছে আজ। প্রথম ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স। ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তাদের আমন্ত্রণে আগে ব্যাট করবে এনামুল হক বিজয়ের খুলনা।

আসরে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে সবকটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে খুলনা।অন্যদিকে বরিশাল ৫ ম্যাচে জিতেছে মাত্র ২টি। আজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বরিশাল। আর খুলনার লক্ষ্য থাকবে জয়ের ধারা ধরে রাখা।

এই ম্যাচে দুই দলই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। বরিশাল নেমেছে দুই পরিবর্তন নিয়ে। তাদের দলে ফিরেছেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক ও নির্ভরযোগ্য স্পিনার তাইজুল ইসলাম। এদিকে খুলনার একাদশ থেকে বাদ পড়েছেন এভিন লুইস। তার জায়গায় দলে এসেছেন পাকিস্তানের ফাহিম আশরাফ।

আরো পড়ুন:

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়