ঢাকা     রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৭ ১৪৩১

৯ জন নিয়ে ৯ বছর পর আইভরিকোস্টের ইতিহাস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ৪ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১১:৪৮, ৪ ফেব্রুয়ারি ২০২৪
৯ জন নিয়ে ৯ বছর পর আইভরিকোস্টের ইতিহাস

জমে উঠেছে আফ্রিকান কাপ অব নেশন্স। কোয়ার্টার ফাইনালে দেখা গেল নাটকীয় এক লড়াই। তাতে ৯ জনের আইভরিকোস্টের কাছে হেরে আসর থেকে ছিটকে গেছে চমক দেখানো মালি। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মালিকে ২–১ গোলে হারিয়েছে আইভরিকোস্ট।

এই ম্যাচটি আইভরিকোস্টের জন্য ঐতিহাসিকও বটে। কেননা ম্যাচের ৪৩ মিনিটে দলটির ওদিলোন কোসোনো লাল কার্ড দেখলে ১০ জনের দল হয়ে যায় স্বাগতিকরা। ১০ জন নিয়ে খেলা দলটির শেষ মুহূর্তে আরও একজন লাল কার্ড দেখলে সংখ্যা নেমে আসে ৯–এ। কোনো কিছুই শেষ পর্যন্ত আইভরিকোস্টের সেমিতে যাওয়া ঠেকাতে পারেনি.

ম্যাচে প্রথমেই গোল পেয়ে এগিয়ে যায় মালি। একপর্যায়ে মনে হচ্ছিলো জয় তাদের সময়ের ব্যাপার। ৭১ মিনিটে এগিয়ে যাওয়ার পর ৯০ মিনিট পর্যন্ত সেটি ধরে রাখে তারা।কিন্তু নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে সিমন আদিংরার গোলে ম্যাচে সমতা ফেরায় আইভরিকোস্ট। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

আরো পড়ুন:

অতিরিক্ত সময়েই ভেলকি দেখায় দলটি। ১২৩ মিনিটে ওমার দিয়াকিতের গোলে ২–১ ব্যবধানে এগিয়ে যায় আইভরিকোস্ট। আর তাতেই ৯ বছর পর আফ্রিকার বিশ্বকাপের শেষ চারে নাম লিখিয়েছে তারা। এ নিয়ে আফ্রিকা কাপ অব নেশন্সে অষ্টমবারের মতো সেমিফাইনালে উঠলো দলটি। সর্বশেষ সেমিফাইনাল খেলেছিল তারা ৯ বছর আগে।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়