ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

‘মেসি সর্বকালের সেরা, আর রোনালদোর চেয়ে আমি সেরা’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ৪ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৩:৪২, ৪ ফেব্রুয়ারি ২০২৪
‘মেসি সর্বকালের সেরা, আর রোনালদোর চেয়ে আমি সেরা’

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা? এ নিয়ে একসময় ফুটবল বিশ্ব দুই ভাগ হয়ে যেত। সময়ের সঙ্গে সঙ্গে এই বিতর্কে দূরত্ব টেনে দিয়েছে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র। ইউরোপা মাতানো দুই তারকা চলে গেছেন দুই প্রান্তের দুই ক্লাব আল নাসর ও ইন্টার মায়ামিতে। তাও বিতর্ক থামছেই না। তাতে এবার যোগ দিলেন বেলজিয়ান তারকা এডেন হ্যাজার্ড।

ফরাসি গণমাধ্যম লেকিপকে দেওয়া সাক্ষাৎকারে হ্যাজার্ড দাবি করেন, মেসিই সর্বকালের সেরা ফুটবলার। আর তিনি (হ্যাজার্ড) নিজে রোনালদোর চেয়েও সেরা ফুটবলার।  হ্যাজার্ড বলেন, 'ব্যক্তিগতভাবে বললে মেসিই একমাত্র খেলোয়াড় যার খেলা দেখতে ভালো লেগেছে। সে ইতিহাসের সেরা। ক্রিস্টিয়ানো আমার চেয়ে বড় খেলোয়াড় কিন্তু সত্যি বলতে আমি তা মনে করি না।’

শ্রেষ্ঠত্বের পাল্লাটা মেসির দিকেই ঝুলিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদ খেলে যাওয়া এই তারকা ফুটবলার। তিনি আরও যোগ করেন, ‘আমার মতে মেসিই সর্বকালের সেরা ফুটবলার। মেসিই একমাত্র ফুটবলার যার কাছ থেকে বল কেড়ে নেওয়া অসম্ভব। আর পরিচ্ছন্ন ফুটবলের দিক থেকে আমি রোনালদোর চেয়েও সেরা।’

আরো পড়ুন:

হ্যাজার্ড অবশ্য মেসি-রোনালদোর মধ্যেই আলোচনা স্থির রাখেননি।  রিয়াল মাদ্রিদে তার সতীর্থদের মধ্যে কয়েকজনকেই সামনে এনেছেন, ‘নেইমারকে হয়তো রাখা যায় (সেরার কাতারে)। কিন্তু রিয়াল মাদ্রিদ সেরাদের সামনে এনেছে। বেনজেমা (করিম), মদ্রিচ (লুকা), ক্রুস (টনি), কেভ (ডি ব্রুইন), তারা সবাই ফুটবলের সেরা খেলোয়াড়।’

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়