ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

মাঠে মাথা খাটে না নাঈমের!

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৩, ৪ ফেব্রুয়ারি ২০২৪  
মাঠে মাথা খাটে না নাঈমের!

শিষ‌্যদের কিভাবে সামলে রাখতে হয় তা খুব ভালোভাবেই জানেন খালেদ মাহমুদ সুজন। কোন খেলোয়াড়কে বকায় কাজ হবে, কোন খেলোয়াড়কে পিঠ চাপড়ে দিলে কাজ হবে কিংবা কথা বলাতেই কাজ হবে তা জানা তার।

কিন্তু বিপিএলে তার দলের নাঈম শেখের কিসে কাজ হবে তার কূলকিনারাও পাচ্ছেন না তিনি! কেননা অনুশীলন বা মাঠের বাইরে নাঈম যে কাজই করুক না কেন, মাঠে তার মাথায় কিছুই কাজ করে না! শেষ ম‌্যাচের কথাই ধরুন। সিলেট স্ট্রাইকার্সের ১৪২ রান তাড়ায় রিচার্ড এনগারাভার স্টাম্প সোজা বল তেড়েফুঁড়ে ক্রস ব্যাটে খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন। অথচ ওই সময়ে ওই শটের প্রয়োজন ছিল না একটুও। রান রেট বাড়াতে হবে এমন তাড়া ছিল না।

দুদিন পেরিয়ে গেলেও দুর্দান্ত ঢাকার কোচ খালেদ মাহমুদ তার সেই আউট মানতে পারছেন না। রোববার (০৪ ফেব্রুয়ারি) ঢাকার কোচ বলেছেন, ‘নাঈম শেখের ব্যাপারটি… সত্যি কথা বলতে এই ছেলেটির এত সামর্থ্য, ও নিজেও সেটা বোঝে কি না, আমি জানি না। যে ছেলে ২১ বলে ৪২ করতে পারে, পরের ম্যাচে আবার সোজা বলে ক্রস খেলে বোল্ড হয়ে যায়,… আমি জানি না, ও কোথায় বা মাইন্ডসেট কী কাজ করে। খেলা শেষে ও বুঝে যে, ওই শট খেলা উচিত হয়নি, ওই বোঝাটা… (মাঠে আসে না)…।’

বিপিএল ৫ ম‌্যাচে কেবল ১১২ রান করেছেন নাঈম। ২২.৪০ গড়ে রান পাওয়া ব‌্যাটসম‌্যানের নামের পাশে রয়েছে কেবল একটি ফিফটি। ইনিংসের শুরুতে নেমে লম্বা সময় ব‌্যাটিং করার সুযোগ পেলেও বড় করতে না পারার হতাশা ফুটে উঠল খালেদ মাহমুদের কণ্ঠে, ‘নাঈম শেখ এখন আর তরুণ ক্রিকেটার নয়। অনেক দিন ধরে বাংলাদেশ দলে খেলছে। এই ছোট ছোট ভুলগুলি ওদের নিজের ক্যারিয়ারের জন্যই হুমকি, সত্যি কথা বলতে। ৫০ বল তো অনেক বেশি, নাঈম ৩০-৪০ বল খেললেই আমি খুশি। বলছি না যে নাঈম খারাপ ব্যাটিং করছে। আগ্রাসী ব্যাট করছে, ব্যাটে-বলে লাগছে ভালো, কুমিল্লা ও খুলনার সঙ্গে ম্যাচটাতে দারুণ ব্যাট করেছে। তবে আমার কথা হচ্ছে, একটা ফর্মে থাকা ব্যাটসম্যান প্রতি ম্যাচেই রান করতে চাইবে, তাই না? কিন্তু শট নির্বাচনের কথা বললাম। উইকেটে বল থেমে আসছে, তাহলে যদি আমি মারি (শট), তাহলে সোজা মারব, ক্রস কেন মারব? এই ছোট ছোট ব্যাপারগুলি…।’

নাঈম শেখের উদাহরণ সামনে আসলেও স্থানীয় অনেক ক্রিকেটারদের ম‌্যাচ সচেতনতা ঘাটতি প্রবল বলে মনে করছেন খালেদ মাহমুদ, ‘যেটা আমি বললাম, যে পরিপক্কতা, আমাদের ব্যাটসম্যানদের উইকেট পড়তে পারার ক্ষমতা… বোলিং শক্তি অনুযায়ী, কত রান করলে আমরা নিরাপদ, লড়াই করতে পারি বা জিততে পারি কিংবা এই উইকেটে কীভাবে ব্যাট করলে আমরা ১৪০ তাড়া করতে পারি, কোনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, নতুন বল খেলাটা কতটা গুরুত্বপূর্ণ…এই ব্যাপারগুলি যত তাড়াতাড়ি ওরা ধরতে পারবে, ততটা ওদের জন্য মঙ্গল। অনেক সময় চলে গেছে ওদের জন্য।’

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়