ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

ওয়ানডে সিরিজেও রশিদকে পাচ্ছে না আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ৫ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৪:৩৪, ৫ ফেব্রুয়ারি ২০২৪
ওয়ানডে সিরিজেও রশিদকে পাচ্ছে না আফগানিস্তান

ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন রশিদ খান। এবার ওয়ানডে সিরিজেও দলের অন্যতম সেরা তারকাকে পাচ্ছে না তারা। পিঠে অস্ত্রোপচারের পর এখনও পুরোপুরি সেরে ওঠেননি রশিদ। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও থাকছেন না এই লেগ স্পিনার।

ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই খেলার বাইরে আছেন রশিদ। নভেম্বরে পিঠের চোটের জন্য অস্ত্রোপচার করান তিনি। অস্ত্রোপচারের ধকল থেকে ধীরে ধীরে সেরে উঠছেন এই তারকা। গত মাসে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও কোনো ম্যাচ তিনি খেলতে পারেননি। নাম সরিয়ে নেন বিগ ব্যাশ, এসএটোয়েন্টি ও পিএসএল থেকে।

এদিকে রশিদকে ছাড়াই ঘোষিত দলে ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন গুলবাদিন নাইব ও ফরিদ আহমাদ। দুজনই গত বিশ্বকাপে রিজার্ভ হিসেবে দলে ছিলেন। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন নজিবউল্লাহ জাদরান ও আব্দুল রহমান। চোটের কারণে নেই মোহাম্মাদ সালিম।

আরো পড়ুন:

আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হবে ওয়ানডে সিরিজ। সবগুলো ম্যাচ হবে পাল্লেকেলেতে। এরপর ডাম্বুলায় তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।

আফগানিস্তান ওয়ানডে দল: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, কাইস আহমাদ, নুর আহমাদ, মুজিব-উর-রহমান, ফজলহক ফারুকি, নাভিদ জাদরান, ফরিদ আহমাদ।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়