ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

দাপুটে জয়ে সিরিজে সমতায় ফিরলো ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৯, ৫ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৫:৩৪, ৫ ফেব্রুয়ারি ২০২৪
দাপুটে জয়ে সিরিজে সমতায় ফিরলো ভারত

ইংল্যান্ডের সামনে ভারত যখন চারশর কাছাকাছি রানের লক্ষ্য দিলো, তখনই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। চতুর্থ দিনে কেবল নিজেদের কাজটা করলেন ভারতীয় বোলাররা। আর তাতেই বিশাখাপত্তনম টেস্টে ১০৬ রানের জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরলো ভারত।

তৃতীয় দিনের খেলা শেষে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ৯ উইকেটে ৩৩২ রান। আজ প্রথম সেশনে তারা তোলে ১২৭ রান, হারাতে হয় ৫ উইকেট। একে একে বিদায় নেন রেহান আহমেদ, ওলি পোপ, জো রুট, জ্যাক ক্রলি ও জনি বেয়ারস্টো। বাকি কাজটা মধ্যাহ্নবিরতির পর এসে সম্পন্ন করে ভারত।

সকালের শুরুতেই রেহানকে ফিরিয়ে দিনে ভারতের প্রথম ব্রেকথ্রু এনে দেন অক্ষর প্যাটেল। এরপর আশ্বিনকে জোরের ওপর কাট করতে গিয়ে রোহিতের হাতে ধরা পড়েন পোপ। রুট এসে খেলা শুরু করেন হিসেব করে। তবে আশ্বিনকে এগিয়ে সে মারতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন তোলেন অক্ষরের হাতে। এই ধারা বজায় থাকে ম্যাচের শেষ অবধি।

স্টোকস ফেরেন রানআউট হয়ে। ভারতকে এরপর অপেক্ষায় রাখে ফোকস ও হার্টলির অষ্টম উইকেট জুটি। শেষ পর্যন্ত বুমরার বলে ফোকস ফিরতি ক্যাচ দিলে ভাঙে জুটি। লেজ ছাটাইয়ের বাকি কাজটা করেন আশ্বিন। 

সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৩৯৬ ও ৭৮.৩ ওভারে ২৫৫ (গিল ১০৪, শ্রেয়াস ২৯, আশ্বিন ২৯)
ইংল্যান্ড: ২৫৩ ও ২৯২ (ক্রলি ৭৩, ফোকস ৩৬, হার্টলি ৩৬)
ফল: ভারত ১০৬ রানে জয়ী

ঢাকা/বিজয়

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়