ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

‘প্রতিশোধের’ লড়াইয়ে আগে ফিল্ডিংয়ে বরিশাল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ৬ ফেব্রুয়ারি ২০২৪  
‘প্রতিশোধের’ লড়াইয়ে আগে ফিল্ডিংয়ে বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২২তম ম্যাচে মিরপুরে মুখোমুখি হতে যাচ্ছে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দুই দলের ম্যাচটি সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে।

এরই মধ্যে টস সম্পন্ন হয়েছে। ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

সিলেটে শেষ ম্যাচে দুই দলের দুইরকম অভিজ্ঞতা রয়েছে। তামিম ইকবালরা হাতের নাগাল থেকে বেরিয়ে যাওয়া ম্যাচ জিতেছিল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খুব বাজেভাবে ম্যাচ হেরেছিল রংপুর রাইডার্সের বিপক্ষে। আজ তাদের জয়ে ফেরার লড়াই। আর বরিশালের জয়ের ধারাবাহিকতা ধরে রাখার।

আরো পড়ুন:

দুই দলের প্রথম মুখোমুখিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১০ রানে জয় পেয়েছিল। আজ বরিশালের প্রতিশোধ নেওয়ার ম্যাচ।

ফরচুন বরিশাল:
তামিম ইকবাল, আহমেদ শেহজাদ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ ইমরান, শোয়েব মালিক, তাইজুল ইসলাম, আব্বাস আফ্রিদি ও সাইফ উদ্দিন। 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স:
জস ব্রাউন, তানজিদ হাসান তামিম, শুভাগত হোম চৌধুরী, শাহাদাত হোসেন দিপু, নাজিবুল্লাহ জাদরান, সৈকত আলী, থমাস চার্লস ব্রুস, নিহাদুজ্জামান, শহীদুল ইসলাম, আল-আমিন হোসেন ও বিলাল খান। 

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়