জয়ে ফেরার লড়াইয়ে খুলনার বিপক্ষে ব্যাটিংয়ে কুমিল্লা
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুরু দাপুটে খেলা খেলছে এনামুল হক বিজয়ের খুলনা টাইগার্স। টানা চার জয়ের পর পঞ্চম ম্যাচে এসে হোঁচট খায় তারা। জয়ের ফেরার লড়াইয়ে এবার খুলনার প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বুধবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি দুই দল।ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নিয়েছেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস। ফিল্ডিং করবে খুলনা।
হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা কুমিল্লা খেলছে নিজেদের মতোই। সাত ম্যাচে দলটি পাঁচটিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে। অবস্থান করছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। তবে পাঁচ ম্যাচে চার জয় পাওয়া খুলনা আজ জিতলে রান রেটে এগিয়ে থেকে কুমিল্লার জায়গা দখলে নিতে পারবে।
আজ খুলনার একাদশে ফিরেছেন এভিন লুইস। লুইসের ফেরা দলটির শক্তি বাড়াবে নিশ্চিতভাবে। এদিকে কুমিল্লার একাদশে এসেছে এক পরিবর্তন। দলে আছেন ইংলিশ হার্ড হিটার উইল জ্যাকস।
খুলনা টাইগার্স একাদশ: এনামুল হক বিজয় (উইকেটকিপার, অধিনায়ক), এভিন লুইস, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম,আকবর আলি, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসুম আহমেদ ও নাহিদুল ইসলাম।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক ও উইকেটকিপার), মোহাম্মদ রিজওয়ান, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অংকন, জাকের আলি অনিক, খুশদিল শাহ, তানভীর ইসলাম, উইল জ্যাকস, আমির জামাল, মুস্তাফিজুর রহমান ও আলিস আল ইসলাম।
ঢাকা/রিয়াদ/বিজয়