ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

চোট থেকে মুক্তি পেতে পূর্ণ বিশ্রামে মিচেল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ৮ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১২:১৭, ৮ ফেব্রুয়ারি ২০২৪
চোট থেকে মুক্তি পেতে পূর্ণ বিশ্রামে মিচেল

নিউ জিল্যান্ডের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান ড্যারিল মিচেল। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে তিন সংস্করণেই দলের গুরুত্বপুর্ণ অংশ হয়ে উঠেছেন তিনি। তবে গেল কয়েক মাস পায়ের চোট নিয়ে খেলে যাচ্ছিলেন এই ব্যাটসম্যান। মাঝে টুকটাক বিশ্রাম নিলেও চোট সারেনি। পুরোপুরি সেরে ওঠার আশায় এবার পুরোপুরি বিশ্রামে এই ক্রিকেটার।

বিশ্রামের ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউ জিল্যান্ডের চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন না মিচেল। মাউন্ট মঙ্গানুই টেস্টে খেলার পর মেডিকেল বিভাগের পরামর্শে তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। আশা করা যায় এই বিশ্রামে মিচেল পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। এমনটাই জানিয়েছেন নিউ জিল্যান্ডের কোচ গ্যারি স্টেড।

স্টেড বলেন, ‘আগেও আমরা সুযোগ পেয়ে তাকে বিশ্রাম দিয়েছিলাম। কিন্তু এবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, আরেকটু লম্বা সময়ের বিরতি তার প্রয়োজন। এটা কঠিন, কারণ সামনের সময়টায় খুব বেশি বিরতি নেই খেলার। আমাদের তাই মনে হয়েছে, সপ্তাহ তিনেকের বিরতি দিয়ে দেখা যাক, এটা থেকে তার মুক্তি মেলে কি না।’

‘যদিও কোনো নিশ্চয়তা নেই যে এই বিরতিটুকুতেই কাজ হয়ে যাবে। তবে আমরা খুবই আশাবাদী যে, আরও লম্বা সময় আমাদের সঙ্গে তার থাকার সম্ভাবনা বেড়ে যাবে এই বিশ্রামে।’ – আরও যোগ করেন কিউই কোচ।

মিচেল বিশ্রামে গেলেও তার বদলি হিসেবে এখনো কাউকে দলে নেয়নি নিউ জিল্যান্ড।  স্কোয়াডে বাড়তি ব্যাটসম্যান হিসেবে আছেন উইল ইয়াং। হ্যামিল্টন টেস্টে তার খেলার সম্ভাবনাই বেশি। অথবা ব্যাটিং অর্ডার আরেকটু উপরে এনে একজন পেসার বাড়তি খেলাতে পারে ম্যানেজমেন্ট।

হ্যামিল্টন টেস্ট শুরু আগামী বুধবার। প্রথম টেস্টে ২৮১ রানের জয়ের সিরিজে এগিয়ে কিউইরা।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়