অধিনায়কত্বের রোমাঞ্চে ডুবে আছেন তাসকিন
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বিপিএলে দুর্দান্ত ঢাকা যখন মোসাদ্দেক হোসেন সৈকতকে অধিনায়ক করলো তখন সহ-অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদের নামও ঘোষণা করে। মোসাদ্দেকের প্রথম সংবাদ সম্মেলনে কোচ খালেদ মাহমুদ সুজন পাশে পাঠিয়েছিলেন তাসকিনকেও। মাঠের ভেতরে-বাইরে নেতৃত্বের নানা ধরন বুঝে উঠতেই খালেদ মাহমুদ তাসকিনকে পাঠিয়েছিলেন। তাড়না ছিল তাসকিনের নিজেরও। কেননা একদিন তিনি দেশকেও নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখেন।
তাসকিনের স্বপ্নের পথে প্রথম পা মাড়ানো শুরু হলো দুর্দান্ত ঢাকার জার্সিতে। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে নিয়মিত খেলোয়াড় মোসাদ্দেককে বাদ দিয়েছিলেন খালেদ মাহমুদ। তার পরিবর্তে তাসকিন দেন নেতৃত্ব। প্রতিযোগিতামূলক ক্রিকেটে এবারই প্রথম নেতৃত্বের স্বাদ পেলেন ডানহাতি পেসার। দলকে জেতাতে পারেননি। তবে স্বীকৃত ক্রিকেটে প্রথম নেতৃত্বের রোমাঞ্চ ছুঁয়ে গেছে তাকে, ‘অধিনায়কত্বের প্রথম অভিজ্ঞতা ভালোই ছিল। মাঠে অনেক কিছুতে মনোযোগ দিতে হয়েছে। তাড়াতাড়ি বদল করতে হয়েছে, নিজেকে দ্রুত প্রস্তুত হতে হয়েছে। ভিন্ন একটা অভিজ্ঞতা ছিল।’
ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব পালন করে তাসকিন বলেন, ‘চাপ তো সবসময়ই থাকে। একটা ভালো ব্যাপার যে, অনেক দিকে ফোকাস রাখতে হয়। এতে ম্যাচ সচেতনতা বা খেলার বোধ আরও ভালো হবে আশা করি। নিজের ভবিষ্যতের জন্য তা ভালো।’
নেতৃত্বের প্রথম ম্যাচে তার দল জয়ের অবস্থানে ছিল। ব্যাটিংয়ে ভালো অবস্থানে থেকেও শেষটা রাঙাতে পারেনি। তাসকিনের নিজের বোলিংও হয়েছে সাদামাটা। ৪ ওভারে ৪০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। বিপিএল তাসকিনের পারফরম্যান্স আহামরি ভালো নয়। প্রথম ৫ ম্যাচে ৫ উইকেট পেলেও এরপর টানা দুই ম্যাচে কোনো সাফল্য নেই তার।
ভালো বোলিং করেও উইকেট না পাওয়ায় কিছুটা ভগ্যের ছোঁয়ার অপেক্ষায় তিনি, ‘বোলিংয়ে একটু দুর্ভাগা ছিলাম। ছন্দও পুরোপুরি পাইনি। আশা করি ঠিক হয়ে যাবে। উইকেট পেতে একটু ভাগ্যও লাগে আসলে। আশা করি, সামনে ভালো হবে।’
ঢাকা/ইয়াসিন/বিজয়