ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বিপিএলের দরজা খোলায় আফসোস দূর মুমিনুলের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৯, ৮ ফেব্রুয়ারি ২০২৪  
বিপিএলের দরজা খোলায় আফসোস দূর মুমিনুলের

হুট করেই রংপুর রাইডার্সের কোচ সোহেল ইসলামের ফোন মুমিনুল হকের মোবাইলে, ‘তোকে রংপুর রাইডার্স দলে চাচ্ছে।’ এতোদিন টিভিতে বিপিএল দেখে আসা মুমিনুল আনন্দিত হলেন। লম্বা সময়ের অপেক্ষা তার ফুরালো। সতীর্থরা বিপিএল খেলছেন অথচ তাকে বসে থাকতে হচ্ছে যা মেনে নেওয়া পেশাদার ক্রিকেটার হিসেবে কষ্টকর।

নিজের খারাপ লাগা ভুলে মুমিনুল নেমে পড়লেন মিশনে। মাসকো সাকিব ক্রিকেট একাডেমির পর মিরপুরের একাডেমি মাঠে সাদা বলে অনুশীলন শুরু করেন বাঁহাতি ব্যাটসম্যান। তখনও ধারণা পাওয়া যাচ্ছিল না মুমিনুল বিপিএলে খেলবেন। রংপুর রাইডার্স বুধবার রাতে আনুষ্ঠানিকভাবে মুমিনুলকে রংপুরের ‘রাইডার’ হিসেবে পরিচিত করিয়ে দেয়।

এক আসর পর মুমিনুলের বিপিএল দরজা খুললো। এজন্য রংপুরকে ধন্যবাদ জানাতে ভুল করেননি মুমিনুল, ‘সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া। রংপুরকেও ধন্যবাদ দেওয়া উচিত, তারা এই বছর আমাকে বিপিএলে সুযোগ করে দিয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞ।’

আরো পড়ুন:

বিপিএলের গত আসরে মুমিনুল খেলেননি। এর আগের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে কেবল ৪ ম্যাচ খেলেছিলেন। এবারও প্লেয়ার্স ড্রাফটে তাকে দলে টানেনি কেউ। দেরিতে হলেও রংপুর রাইডার্স হাজির হলো তার সামনে। দল না পেয়ে যে কষ্ট হয়েছিল তা লুকালেন না মুমিনুল, ‘পুরো বিপিএলের খেলা দেখেছি। প্র্যাকটিসও করছিলাম। সামনে শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। যদি অনেস্টলি বলেন, ‘একটু খারাপ লাগবেই, খুব বেশি যে খারাপ লাগসে, সেটাও না আবার। খারাপ লাগার তো বিভিন্ন ধরন থাকে। না লাগার মতো যতটুক, অতটুক খারাপ লাগছিল। এমন খারাপ লাগছিল না যেটা হলে ফ্রাস্ট্রেটেড হয়ে যাব। সবাই যেহেতু খেলছে, আমারও একটু খেলার ইচ্ছা ছিল।’

বিপিএলে নিয়মিত নন মুমিনুল হক। তবুও রান তোলার তালিকায় এখনও ষোলো নম্বরে তার অবস্থান। ৮২ ম্যাচে ৭১ ইনিংসে মুমিনুলের রান ১৩৬৪। নামের পাশে রয়েছে ৭ ফিফটি। ব্যাটিং গড় বাংলাদেশের অন্যান্য ব্যাটসম্যানের সঙ্গে তুলনীয়। গড় ২০.৬৬, স্ট্রাইক রেট একশর ওপরে, ১০৭.৪৮। মাঝপথে যোগ দিলেও তার মানিয়ে নিতে সমস্যা হবে না বলে বিশ্বাস করেন মুমিনুল, ‘আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে। অনেক দিন ধরে ক্রিকেট খেলছি, কিছুটা হলেও তো জানি।  খুব বেশি জানি, এটাও বলব না, কিছুটা হলেও তো জানি।’

তবে টিভিতে বিপিএলের খেলা দেখে মুমিনুল বুঝে গেছেন সামনে তাকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, ‘বিপিএল দেখে মনে হচ্ছে ব্যাটসম্যানদের রান করতে কষ্ট হচ্ছে। বোলাররা অনেক আনন্দ-উল্লাসে উইকেট পাচ্ছে। ভালোই বোলিং করছে বোলাররা। যে কন্ডিশন থাকছে, তা ব্যবহার করার চেষ্টা করছে। ব্যাটসম্যানদের জন্য এটা একটু চ্যালেঞ্জিং হচ্ছে।’ 

নিজের লক্ষ্য সম্পর্কে একেবারেই পরিস্কার মুমিনুল, ‘প্রত্যাশা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার। যেই দলেই খেলি, চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলব। দলের জন্য অবদান রাখার চেষ্টা করব। যতটুকু পারি।’

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়