ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

রাবাদার ১০ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন স্ট্রাকার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ৯ ফেব্রুয়ারি ২০২৪  
রাবাদার ১০ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন স্ট্রাকার

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) পর্যন্ত ৬ ম্যাচ খেলেছে। তার মধ্যে মাত্র ২ ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন টম স্ট্রাকার। গেল ২৫ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে সুযোগ পেয়েছিলেন। ওই ম্যাচে ব্যাট হাতে শূন্যরানে অপরাজিত ছিলেন। আর বল হাতে ৪ ওভারে ২১ রান দিয়ে কোনো উইকেট পাননি। এরপর শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে সুযোগ হয়নি একাদশে। বৃহস্পতিবার সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে আবার সুযোগ পান তিনি। চার্লি অ্যান্ডারসনের পরিবর্তে মাঠে নেমে করেন বাজিমাত।

এদিন বল হাতে রীতিমতো আগুন ঝরালেন এই মিডিয়াম পেসার। ৯.৫ ওভার বল করে ১ মেডেনসহ ২৪ রান দিয়ে নেন ৬টি উইকেট। যা যুব বিশ্বকাপের সেমিফাইনাল কিংবা ফাইনালে সেরা বোলিং ফিগার।

এর মধ্য দিয়ে ভেঙে দেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসু রাবাদার ১০ বছরের পুরনো রেকর্ড। ২০১৪ সালে রাবাদা সেমিফাইনালে ২৫ রান দিয়ে নিয়েছিলেন ৬ উইকেট। সেবার ৮.২ ওভার বল করে ২৫ রান দিয়ে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ ধ্বসিয়ে দেন রাবাদা। এবারের আসরে সেটাকে পেছনে ফেলে ২৪ রান দিয়ে স্ট্রাকার ৬ উইকেট নিয়ে নতুন রেকর্ড গড়েন।

আরো পড়ুন:

স্ট্রাকারের বোলিং তোপে পাকিস্তান মাত্র ১৭৯ রানে অলআউট হয় ৪৮.৫ ওভারে। জবাব দিতে নেমে পাকিস্তানের আলী রাজার (১০ ওভার, ২ মেডেন, ৩৪ রান, ৪ উইকেট) বোলিং তোপে পড়ে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ৪৯.১ ওভারে ৯ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় তারা। ১৪ বছর পর নিশ্চিত করে যুব বিশ্বকাপের ফাইনাল।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়