সিলেটের বিপক্ষে ব্যাটিংয়ে খুলনা
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
একদিনের বিরতির পর আবারও শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ।
আজ শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় মাঠে নামছে খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স। এরই মধ্যে টস সম্পন্ন হয়েছে। খুলনা টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে।
দুই দলের লড়াইটা আজ ভিন্ন রকমের। প্রথম চার ম্যাচে জয় পেয়ে সবাইকে অবাক করে দেওয়া খুলনা পরের দুই ম্যাচে হারের তিক্ত স্বাদ পায়। আজ তাদের জয়ে ফেরার লড়াই। কোয়ালিফায়ারে যেতে হলে শেষ দিকে শুধু জয়-ই নয়, ছন্দ পাওয়া জরুরি। খুলনা সেই ছন্দ পাওয়ার লড়াইয়ে সিলেটের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে।
শেষ চারের লড়াই থেকে প্রায় ছিটকে যাওয়া সিলেট শেষ ম্যাচে জয় পেয়েছিল দুর্দান্ত ঢাকার বিপক্ষে। আজ তাদের জয়ের ধারাবাহিকতা ধরে রাখার লড়াই।
দুই দলের প্রথম মুখোমুখিতে মিরপুরে উত্তেজনা ছড়িয়েছিল। রানও হয়েছিল। কিন্তু শেষ হাসিটা হাসে খুলনা। ওই ম্যাচ দিয়ে বিপিএলে দুই দলের যাত্রা শুরু হয়েছিল। আজ সিলেট প্রতিশোধ নিতে পারে কিনা সেটাই দেখার।
সিলেটের একাদশ:
মোহাম্মদ মিথুন, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, আরিফুল হক, হ্যারি টেক্টর, সামিত পাটেল, রায়ান বার্ল, বেনি হাওয়েল, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা ও সানজামুল ইসলাম।
খুলনার একাদশ:
এনামুল হক বিজয়, এভিন লুইস, আফিফ হোসেন, সুমন খান, হাবিবুর রহমান সোহান, মাহমুদুল হাসান জয়, নাহিদুল ইসলাম, মার্ক দেয়াল, কাসুন রাজিথা, রুবেল হোসেন ও নাসুম আহমেদ।
ইয়াসিন/আমিনুল