ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

ওয়ানডেকে আকর্ষণীয় করতে ৪০ ওভারের প্রস্তাব

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ৯ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৮:৫৬, ৯ ফেব্রুয়ারি ২০২৪
ওয়ানডেকে আকর্ষণীয় করতে ৪০ ওভারের প্রস্তাব

সময়ের সঙ্গে আরও আকর্ষণীয় হচ্ছে ক্রিকেট। দর্শকদের বিনোদিত করতে ক্রিকেটের নানান ফরম্যাট চালু হচ্ছে। এমনকি টেস্ট ক্রিকেটকেও টেক্কা দিচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। সেই ধারায় এবার ওয়ানডে ক্রিকেটকে ৪০ ওভারে নামিয়ে আনার পরামর্শ দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা অ্যারন ফিঞ্চ।

বর্তমানে ওয়ানডে ক্রিকেট হচ্ছে ৫০ ওভারে। ফিঞ্চের পরামর্শ, ১০ ওভার কমিয়ে ৪০ ওভারে আনতে পারলে এই ফরম্যাট আরও জমজমাট হয়ে উঠবে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে ফিঞ্চ বলেন, ‘আমি মনে করি এটি (ওয়ানডে) ৪০ ওভারে নিয়ে আসা যায়। আমি দেখতে ভীষণ পছন্দ করব। ইংল্যান্ডে প্রো-ফোর্টি টুর্নামেন্ট শুরু হয়েছে। সেটা দারুণ এক টুর্নামেন্ট।’

সাবেক এই অস্ট্রেলিয়ান আরও বলেন, ‘আমার মতে ওয়ানডে ফরম্যাটটা খুব বড় হয়ে যাচ্ছে। ৫০ ওভারের ম্যাচে বোলিং করার গতি এত মন্থর যে, ঘণ্টায় ১১ থেকে ১২ ওভার করা সম্ভব হয়। এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। অনেকে হয়তো বলবেন, আমি টি-টোয়েন্টি ক্রিকেটকে উৎসাহিত করছি। তবে সব খেলাতেই দর্শকের আগ্রহ ও উপস্থিতিই আসল ব্যাপার।’

আরো পড়ুন:

এরকম প্রস্তাবের কারণ হিসেবে ফিঞ্চ কতিপয় দলের যোগ্যতাহীনকে দেখিয়েছেন। বড় দলের ম্যাচ হলে ৪০ ওভারের ফরম্যাট ব্যবহারের পক্ষপাতী নন। কিন্তু লড়াই করছে যে সব দল, তাদের কাছে এই ফরম্যাট উপযোগী হতে পারে বলেই মত ফিঞ্চের। যেমন ওয়েস্ট ইন্ডিজ শেষ ওয়ানডে বিশ্বকাপের যোগ্যতাই অর্জন করতে পারেনি। 

ফিঞ্চ বলেন, ‘সব সিরিজে ৪০ ওভারের ওয়ানডে করতে বলছি না। যখন বড় দল একে অন্যের বিরুদ্ধে খেলে, এখনও টানটান উত্তেজনা অনুভব করি। তবে একপেশে ম্যাচ হলেই মুশকিল। এই যেমন ওয়েস্ট ইন্ডিজ়, যারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। ওরা মূল স্রোতের বাইরে চলে যাচ্ছে। বিশ্বকাপের মঞ্চে ফেরার চেষ্টা করছে। এ ক্ষেত্রে ৪০ ওভারের ম্যাচ ভীষণ উপযুক্ত হবে বলেই আমার বিশ্বাস।’

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়