‘রুবেলের আত্মবিশ্বাস ও পরিকল্পনার অভাব ছিল’
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
স্কোরবোর্ডে লড়াকু পুঁজি নিয়েই নেমেছিল খুলনা টাইগার্স। প্রয়োজন ছিল দারুণ বোলিং-ফিল্ডিং। কয়েকটি ভুল ছাড়া খুলনা ভালোভাবেই সেটা করে যাচ্ছিল। ম্যাচের মাঝামাঝি সময়েও এগিয়ে ছিল এনামুল হক বিজয়ের দল। তবে হ্যারি টেক্টর-বার্লের জুটিতে শেষ দিকে বল-রানের পার্থক্য কমিয়ে আনে সিলেট স্ট্রাইকার্স।
শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ১৯ রান। খুলনার অধিনায়ক বল তুলে এই ম্যাচে প্রথম খেলতে নামা রুবেল হোসেনকে। যিনি ম্যাচের সপ্তম ওভারে বোলিং করে ৩ ওয়াইডসহ দিয়েছিলেন ১২ রান! ১৯তম ওভারে যখন খুলনার জয়-পরাজয়ের ভাগ্য ঝুলছিল রুবেলের হাতে, তখন তিনি উল্টো ডুবিয়ে দেন দলকে।
রুবেলের প্রথম বলেই বার্ল মিড উইকেটে ছক্কা হাঁকিয়ে ব্যবধান কমান। পরের দুই বল স্ট্রাইক রোটেট করে আবার স্ট্রাইকে আসেন বার্ল। এবার ম্যাচ আর পরের ওভারের জন্য ঝুলিয়ে রাখেননি। পরপর তিন বলে দুই ছক্কা এক চার হাঁকিয়ে সিলেটকে ১ ওভার হাতে রেখেই এনে দেন পাঁচ উইকেটের বড় জয়। এই ওভারে রুবেল দেন ২৪ রান! সব মিলিয়ে ২ ওভারে এই অভিজ্ঞ পেসার দেন ৩৬ রান।
সংবাদ সম্মেলনে খুলনার প্রতিনিধি হয়ে আসা মার্ক দেয়াল ডেথ ওভারে রুবেলের এমন বোলিং নিয়ে প্রশ্নের মুখোমুখি হন। তিনি জানান, রুবেলের হয়তো আত্ববিশ্বাস ও পরিকল্পনার অভাব ছিল, ‘আমার মনে হয় এখানে বোলারদের কোনো ঘাটতি আছে বা সেরকম কোনো বিষয় নয়। এখানে মনে হয় আত্মবিশ্বাস এবং পরিকল্পনা কাজে লাগানোর অভাব রয়েছে। মাঝের ওভারে বোলিং ফিল্ডিংয়ের কারণে আমরা ম্যাচে ফিরেছিলাম। এখানে শুধু চাপের মুহূর্তে মাথা ঠাণ্ডা রেখে নিজের দক্ষতা আর সামর্থ্যকে কাজে লাগাতে হবে।’
খুলনার হয়ে আজই প্রথম খেলতে নামেন দেয়াল। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট এনে দিয়ে দলকে ম্যাচে ফিরিয়েছেন বারবার। কিন্তু সতীর্থদের সঠিক পরিকল্পনার অভাবে ম্যাচ ভেস্তে গিয়েছে। দেয়াল ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন।
এদিকে টানা চার জয়ের পর এবার হারের হ্যাটট্রিক করলো খুলনা। নিজের প্রথম ম্যাচ খেলতে নামা দেয়াল এখনো মোমেন্টাম বুঝতে পারছেন না, ‘এটা আসলে আমার প্রথম ম্যাচ। আমি মোমেন্টাম হারানোর বিষয়টি অনুভব করছি না। তবে আমরা সবাই জানি লম্বা টুর্নামেন্টে এমন কিছু ঘটতেই পারে। ভালো শুরুর পর কিছুটা পিছিয়ে পড়া। তবে এখনও আমাদের হাতে পাঁচ ম্যাচ আছে। আমাদের কাজ হল সেই পাঁচ ম্যাচে ভালোভাবে লড়াই করা। কোয়ালিফায়ার স্টেইজ (প্লে-অফ) খুব বেশি দূরে নয়।’
ঢাকা/রিয়াদ/বিজয়