ঢাকা     বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১৫ ১৪৩১

মেসির নামে স্লোগান, আল হিলালের জার্সিকে অবমাননা রোনালদোর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৫, ৯ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২২:১৫, ৯ ফেব্রুয়ারি ২০২৪
মেসির নামে স্লোগান, আল হিলালের জার্সিকে অবমাননা রোনালদোর

একে তো ম্যাচ হেরেছেন, তার উপর প্রতিপক্ষের সমর্থকেরা চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির নাম ধরে স্লোগান দিচ্ছিলো। আর তাতেই বেজায় চটেছেন আল নাসর তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ক্ষুব্ধ হয়ে ম্যাচ শেষে লকার রুমে যাওয়ার পথে প্রতিপক্ষের জার্সিকে অবমাননা করেছেন তিনি।

বৃহস্পতিবার সৌদি প্রো লিগের ম্যাচে আল হিলালের কাছে হেরে যায় রোনালদোর আল নাসর। ম্যাচটি আল হিলালের বিপক্ষে ২-০ গোলে হেরেছে রোনালদোর দল। তাতে মন খারাপ থাকা রোনালদো পাগলামি করে বসেন আল হিলাল সমর্থকদের দুযো শুনে। 

এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায়, শুরুতে আল হিলালের ভক্তরা তাকে ‘মেসি, মেসি’ স্লোগান দিয়ে উত্যক্ত করতে থাকে। রোনালদো মাঠেই চিৎকার করে ও ইশারা করে বলতে থাকেন, ‘আমি ক্রিস্টিয়ানো রোনালদো, মেসি নই। আমি রোনালদো।’

আরো পড়ুন:

এরপর ম্যাচ শেষে আল হিলালের কোচ ও খেলোয়াড়রা রোনালদোকে গার্ড অব অর্নার দেন। দুই পাশে ফুটবলার, কোচিং স্টাফরা দাঁড়িয়ে ছিলেন। রোনালদো মাঝখান দিয়ে যাচ্ছিলেন। এমন সময় একজন মাঠ কর্মী তার সামনে দাঁড়িয়ে কিছু একটা বলেন। রোনালদো রেগে তাকে পথ ছেড়ে যেতে বলেন। 

ঘটনা ওখানেই শেষ নয়। ভিডিওতে আরও দেখা যায়, পর্তুগিজ তারকা লকার রুমে যাওয়ার সময় আল হিলালের ভক্তরা রোনালদোর দিকে জার্সি ছুড়ে মারেন। ক্ষুব্ধ রোনালদো ওই জার্সি কুড়িয়ে তার শর্ট প্যান্টের মধ্যে ঢুকিয়ে ঘষে ছুড়ে ফেলে দেন। এই ঘটনায় বেশ সমালোচিত হচ্ছেন আল নাসর তারকা। 

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়