ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

সুবিধাবঞ্চিতদের জন্য ‘ভাগ করে খাই’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ১০ ফেব্রুয়ারি ২০২৪  
সুবিধাবঞ্চিতদের জন্য ‘ভাগ করে খাই’

বিপিএলের দল সিলেট স্ট্রাইকার্স ও Chow-Man রেস্টুরেস্ট এবং জেসিআই ঢাকা প্রিমিয়ারের উদ্যোগে বনানীতে যাত্রা শুরু হয়েছে সুবিধাবঞ্চিত মানুষদের খাবার খাওয়ানো প্রকল্প ‘ভাগ করে খাই’।

ব্যাতিক্রমী এই মহৎ উদ্যোগে Chow-Man রেস্টুরেন্টে বসে যতজন গ্রাহক খাবার খাবেন, ঠিক একই সংখ্যক সুবিধাবঞ্চিত মানুষকে Chow-Man পরদিন খাবার খাওয়াবে। প্রতিটি কাস্টমারের খাবারের বিপরীতে ১ জন সুবিধাবঞ্চিত মানুষকে Chow-Man রেস্টুরেন্ট এর পক্ষ থেকে খাবার পরিবেশন করা হবে।

মহৎ এ উদ্যোগ উদ্বোধন করেছেন সিলেট স্ট্রাইকার্সের খেলোয়াড়, মালিকপক্ষ, ব্যবস্থাপনা কমিটি এবং Chow-Man রেস্টুরেন্ট এর স্বত্ত্বাধিকারী মোহাম্মদ ফখর উদ্দিন এবং আসহাবুস সাফা।

আরো পড়ুন:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং সিলেট স্ট্রাইকারর্সের খেলোয়াড় নাজমুল হোসেন শান্ত অসাধারণ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘এই উদ্যোগের সাথে থাকতে পারায় নিজেকে ধন্য মনে করছি এবং এই উদ্যোগটি বাংলাদেশের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার আহবান করছি।’

‘ভাগ করে খাই’ প্রকল্পের মাধ্যমে সারা বছর অসংখ্য অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষদের খাবার খাওয়ানো সম্ভব হবে যা সমাজে ইতিবাচক ও টেকসই পরিবর্তন করবে বলে বিশ্বাস করেন এর উদ্যোক্তারা।

ঢাকা/ইয়াসিন/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়